মাঝ-পৌষে বিপর্যস্ত শীত। টানা ৩ দিন কুড়ির উপরে কলকাতার পারদ। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
জাঁকিয়ে শীত বৃহস্পতিবার
সেক্ষেত্রে ফের বঙ্গে ফিরবে শীত। তবে সাময়িক। সেটাও অবশ্য জানাচ্ছে আবহাওয়া দফতর। বছর-শেষে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা।
বড়দিনের মতো বর্ষবরণও উষ্ণ হওয়ার আশঙ্কা। ফলে আপাতত জাঁকিয়ে শীতের আশাই নেই, বলছেন আবহাওয়াবিদরাই।
সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতি ও শুক্রবারে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। গতকাল তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৭.৯ ডিগ্রি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ।