Attack on Businessman: ‘সাতদিনে জল জল দুধ দুধ হয়ে যাবে’, তোলাবাজিতে নাম জড়াতেই পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল নেতার

TMC: কে এই রাজু নস্কর? আলোছায়া সিনেমা হলে একটা সময় পপকর্ন বিক্রি করতেন তিনি।

Attack on Businessman: 'সাতদিনে জল জল দুধ দুধ হয়ে যাবে', তোলাবাজিতে নাম জড়াতেই পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল নেতার
তৃণমূল নেতা রাজু নস্কর।
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2022 | 2:45 PM

কলকাতা: বেলেঘাটায় দুষ্কৃতীরাজের অভিযোগ উঠল। এক প্লাইউড ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। দোকানের কাজের বরাত না দেওয়ায় এই মারধর বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্কর ও তাঁর দলবলের বিরুদ্ধে। যদিও পাল্টা রাজু নস্কর বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত বলে এভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম উত্তম দাস, বিভাস দাস। এদিকে এই ঘটনা ঘিরে ক্রমেই জটিলতা তৈরি হচ্ছে। যে প্লাইউড ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে, তাঁর স্ত্রীর দাবি, গোটা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ জানানোর পরও অপহরণ, খুনের চেষ্টার ধারা কেনও দেওয়া হল না, বোঝা যাচ্ছে না।

১১/১৭ বেলেঘাটা রোড। সেখানেই ব্যবসায়ী অনির্বাণ সাহার একটি প্লাইউডের দোকান রয়েছে। অভিযোগ, দোকান সংস্কারের বরাত না পাওয়ায় সোমবার দুপুরে তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁর লোকজনই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলেন অনির্বাণ।

যদিও রাজু নস্কর এই অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনীতির সঙ্গে তাঁরা যুক্ত বলে এভাবে সবসময় তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হয়। এর আগেও এরকম চেষ্টা হয়েছে। প্রশাসন তদন্ত করে দেখবে। এফআইআর হলেই তো হয় না। তদন্তও হবে। অনির্বাণের স্ত্রী জানান, “দোকান সংস্কারের কাজ চলছিল। রাজু নস্করকে কেন দেওয়া হয়নি কাজ, তোলাবাজির জন্যই এই কাজটা করেছে।”

কে এই রাজু নস্কর? আলোছায়া সিনেমা হলে একটা সময় পপকর্ন বিক্রি করতেন তিনি। পরে বেশ কিছুদিন ট্যাক্সিও চালান। এলাকায় কান পাতলে শোনা যায়, বাম আমলেও বেশ প্রভাব ছিল তাঁর। সেই থেকেই ইমারতি জিনিসপত্র সরবরাহের ব্যবসার শুরু। ২০১১ সালে ধীরে ধীরে তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেন রাজু। বিভিন্ন সময় শাসকদলের একাধিক নেতার সঙ্গে ছবি দেখা গিয়েছে তাঁর। একাধিক দুর্নীতির অভিযোগও রয়েছে রাজুর বিরুদ্ধে।

যদিও রাজু বলেন, “বেলেঘাটায় কিছু হলেই আমাকে ফাঁসানোর চেষ্টা হয়। এটা হিংসা থেকে করে। আমরা কখনও কাউকে তুলে এনে মারধর করি, কেউ বলতে পারবে না। সাতদিনের মধ্যেই জল জল দুধ দুধ হয়ে যাবে।” ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করে এই জল দুধের বিষয়টি বোঝার চেষ্টা করছে পুলিশ। রাজু নস্কর প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “আইন আইনের পথে চলবে। পুলিশ প্রশাসন নিশ্চয় বিষয়টি দেখবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”