Bengal BJP: মেদিনীপুর ছাড়তে হবে দিলীপকে? উত্তর কলকাতায় কি তাপসই? রইল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা
West Bengal BJP: শনিবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বিকেলে দিল্লি যাচ্ছেন। দিল্লির বৈঠকে ভার্চুয়ালি থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তাহলে কি এই বৈঠকেই বাংলার বাকি ২৩ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যেতে চলেছে?
কলকাতা: বাংলায় ২০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তার মধ্যে আবার একটি আসনের প্রার্থী নাম ঘোষণার পর নিজেই সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ, এখনও ২৩ আসনে প্রার্থী ঘোষণা বাকি বিজেপির। কারা হতে পারেন বিজেপির সম্ভাব্য প্রার্থী? দিলীপ ঘোষ কি দাঁড়াবেন মেদিনীপুর থেকে? পাহাড়ে কি রাজু বিস্তাকে আবারও প্রার্থী করে বিজেপি? তাপস রায় কি পাবেন উত্তর কলকাতার টিকিট? এমন বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসবের মধ্যেই শনিবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বিকেলে দিল্লি যাচ্ছেন। দিল্লির বৈঠকে ভার্চুয়ালি থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তাহলে কি এই বৈঠকেই বাংলার বাকি ২৩ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যেতে চলেছে?
একনজরে দেখে নেওয়া যাক বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় কাদের কাদের নাম উঠে আসছে? এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, দিলীপ ঘোষকে ছাড়তে হতে পারে মেদিনীপুরের আসর। সেখানে প্রার্থী করা হতে পারে ভারতী ঘোষকে। অন্যদিকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে।
বিজেপির সম্ভব্য প্রার্থী তালিকার এক ঝলক –
- তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করতে পারে বিজেপি
- শীলভদ্র দত্ত পেতে পারেন দমদমের টিকিট
- ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর থেকে
- দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে
- সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হতে পারে বারাসত থেকে
- উলুবেড়িয়া থেকে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে চলেছেন মাসুম আখতার
- আসানসোল থেকে বিজেপি প্রার্থী করতে পারে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে
এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিংয়ের নাম প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে দলের অন্দরে তাঁকে নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠায় নতুন করে চর্চা শুরু হয়েছে ব্যারাকপুর নিয়ে। তমলুক লোকসভা কেন্দ্র থেকেও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে। সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরকে বারাসত থেকে প্রার্থী করার ভাবনা-চিন্তা চললেও, বীরভূম থেকেও তাঁর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে এবার ফের একবার প্রার্থী করা হতে পারে রাজু বিস্তাকে।
যদিও এই নামগুলি এখনও পর্যন্ত পুরোটাই সম্ভব্য তালিকা। এদিন রাতের বৈঠকের পর, আগামিকাল বা পরশু বিজেপির তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।