Attack on ED: ‘কালপ্রিটকে গ্রেফতার করতেই হবে’, বেপাত্তা শাহজাহানের গতিবিধি জানতে চান বোস

C V Ananda Bose: তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির জন্য কড়া বার্তা দিয়েছেন। কিন্তু এখনও খোঁজই পাওয়া যাচ্ছে না শাহজাহানের। টিভি নাইন বাংলার ঠোঁটকাটা অনুষ্ঠানে সম্প্রচারিত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আবারও পুলিশ প্রশাসনকে তার দায়িত্ব মনে করিয়ে দিলেন রাজ্যপাল।

Attack on ED: 'কালপ্রিটকে গ্রেফতার করতেই হবে', বেপাত্তা শাহজাহানের গতিবিধি জানতে চান বোস
সন্দেশখালি প্রসঙ্গে রাজ্যপাল বোসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 10:47 PM

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের সময় দিকে দিকে অশান্তির অভিযোগ। যেখান থেকে অভিযোগ পেয়েছেন, সেখানেই ছুটে গিয়েছেন রাজ্যপাল বোস। আর এবার সম্প্রতি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনাতেও তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির জন্য কড়া বার্তা দিয়েছেন। কিন্তু এখনও খোঁজই পাওয়া যাচ্ছে না শাহজাহানের। টিভি নাইন বাংলার ঠোঁটকাটা অনুষ্ঠানে সম্প্রচারিত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আবারও পুলিশ প্রশাসনকে তার দায়িত্ব মনে করিয়ে দিলেন রাজ্যপাল।

সন্দেশখালির ঘটনায় সামগ্রিকভাবে পুলিশের ভূমিকা কীভাবে দেখছেন বাংলার সাংবিধানিক প্রধান? প্রশ্ন করায় আবারও বোসের স্পষ্ট বার্তা, ‘কালপ্রিটকে’ গ্রেফতার করতেই হবে। যদি সেটা না হয়, তাহলে সেই ব্যক্তির গতিবিধি সম্পর্কে রিপোর্ট চান তিনি। একইসঙ্গে, কেন গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, সেই বিষয়েও তিনি ব্যাখ্যা চান পুলিশের থেকে। শুধু তাই নয়, শেখ শাহজাহানের দেশের বাইরে পালিয়ে যাওয়ার আশঙ্কার কথাও পৌঁছেছে রাজভবনে। বোস জানালেন, অনেকেই পিসরুমে ইতিমধ্যেই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করে যোগাযোগ করেছেন।

উল্লেখ্য, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। এক তীব্র জনরোষ গিয়ে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উপর। হামলায় তিনজন ইডি অফিসার গুরুতর জখম হয়েছেন। প্রেস বিবৃতি দিয়ে ইডি সন্দেহ প্রকাশ করেছে, শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের উস্কানিতেই এই হামলা হয়েছিল। শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করে ফেলেছে ইডি। সতর্ক করা হয়েছে সব বিমানবন্দরকে ও সীমান্তরক্ষী বাহিনীকে।

এদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও বলেছেন, যারা আইন ভেঙেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত শাহজাহানের খোঁজ পায়নি পুলিশ।