New Year Celebration: বর্ষবিদায়, বর্ষবরণে মেতে কলকাতা, নিরাপত্তার সুরক্ষাবলয়ে মোড়া শহর
Kolkata: ৩১ ডিসেম্বরের নিরাপত্তায় পার্ক স্ট্রিট এলাকাকে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে। দায়িত্বে থাকছেন ৯ জন ডিসি। পার্ক স্ট্রিটে পুলিশের ক্র্যাক টিম থাকবে।
কলকাতা: বছর শেষ ও ইংরাজি বছরের শুরুতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহর কলকাতা (New Year Celebration)। বর্ষবরণের ‘ভরকেন্দ্র’ কলকাতায় শনিবার দুপুর থেকেই মানুষের ভিড়। বেলা যত গড়াবে, ভিড় যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। কোভিডের বিধি নিষেধ পার করে এবার বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাততে চলেছে শহর কলকাতা। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। থাকছে অতিরিক্ত দেড় হাজার পুলিশ।
৩১ ডিসেম্বরের নিরাপত্তায় পার্ক স্ট্রিট এলাকাকে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে। দায়িত্বে থাকছেন ৯ জন ডিসি। পার্ক স্ট্রিটে পুলিশের ক্র্যাক টিম থাকবে। বিকেল সাড়ে ৪টে থেকে রাস্তায় নামবে পুলিশ। ৬ সেক্টরে ১৩ জন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন, থাকবেন ৩২ জন ইন্সপেক্টর। পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, শেক্সপিয়র সরণিতে ১০টি করে মোট ৩০টি পিকেট থাকবে। রাত ১০টার পর পুলিশি নজরদারি আরও বাড়বে। ১০ জন অতিরিক্ত ইন্সপেক্টর ও আরও একজন ডিসি রাত ১০টার পর নামবেন রাজপথে। ‘সিটি ওয়াচ’ টিমের মোটরবাইকে সংলগ্ন এলাকায় চলবে নজরদারি।
কোন পথে নজরদারি
* পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় ২০টি ‘সিটি ওয়াচ’ টিমের নজরদারি
* পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় ৩০টি পুলিশ সহায়তা কেন্দ্র।
* পার্কিং করা যাবে রাসেল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফিক আহমেদ কিদওয়াই রোড, কিড স্ট্রিট, মিডলটন স্ট্রিট, মিডলটন রো, রিপণ স্ট্রিট, রয়েড স্ট্রিট, উড স্ট্রিট। বাকি রাস্তায় নো পার্কিং।
* পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি মিলিয়ে মত ১১টি ওয়াচ টাওয়ার।
* পর্যাপ্ত মহিলা ও পুলিশ সিভিকও মোতায়েন।
* ডেয়ার ডেভিল টিম ও কমব্যাট পোশাক পরা বাহিনী মোতায়েন।
* ১৬টি চার্চে পুলিশ মোতায়েন।
* মন্দির, শপিং মল, বাজারে পুলিশ মোতায়েন।
* শহরজুড়ে ৯৭টি জায়গায় গাড়ি চেকিং পয়েন্ট।
* জলপথে নজরদারি, ২টি স্পিড বোটে জলপথে টহল। ৩টি ঘাটে নজরদারি। বেলুড় মঠ ও দক্ষিনেশ্বর ঘাটে লাইফ সেভিং ডিএমজি টিম।
* 7 জায়গায় এম্বুলেন্স। পার্ক স্ট্রিট ও জওহরলাল নেহরু রোডে ট্রমা কেয়ার এম্বুলেন্স।
* বিশেষ কন্ট্রোল রুম।
১ জানুয়ারির নজরদারি
* পার্ক স্ট্রিট এলাকাকে ৪টি সেক্টরে ভাগ। দায়িত্বে ৪ জন ডিসি। থাকবেন ১০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ১৪ জন ইন্সপেক্টর।
* পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় ২০টি সিটি ওয়াচ মোটরবাইক টিমের টহল।
* ৩০টি পুলিশ সহায়তা কেন্দ্র
* পর্যাপ্ত মহিলা ও পুরুষ সিভিক।
* পার্কিং ব্যবস্থা ৩১ ডিসেম্বরের মতোই।
* স্পেশাল কুইক রেসপন্স টিম ভেহিকল ২টি
* ৩১ ডিসেম্বরের মতোই চার্চে নজরদারি। বাজার, শপিং মল, পার্কে নজরদারি। ক্লাব-হোটেলের সামনে পুলিশি নজর।
* ১২৬টি জায়গায় পুলিশ পিকেট।
* জলপথে নজরদারি। থাকবে ২টি স্পিড বোটে জলপথে টহল। ৩টি ঘাটে নজরদারি। বেলুড় মঠ ও দক্ষিনেশ্বর ঘাটে লাইফ সেভিং ডিএমজি টিম।