Weather News: ভ্যালেন্টাইন’স ডে’র আগেই কি পাততাড়ি গোটাবে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই কুয়াশার দাপট থাকবে। কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Weather News: ভ্যালেন্টাইন'স ডে'র আগেই কি পাততাড়ি গোটাবে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস
কুয়াশায় ঢাকা কলকাতা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 9:13 AM

কলকাতা: কলকাতা-সহ জেলায় জেলায় ঘন কুয়াশার (Foggy Weather) দাপট। মঙ্গলবার ভোর থেকেই এই দৃশ্য দেখা গিয়েছে রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শহর কলকাতাতেও ভোরবেলা থেকে ঘন কুয়াশা। কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই কুয়াশার দাপট থাকবে। কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জেলাতে ভোগান্তি বাড়াতে কুয়াশার দাপট। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়া জেলায় হালকা মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে আগামী ৪৮ ঘণ্টা। তবে ভোর ও সকালের দিকে কুয়াশা ঘেরা থাকলেও বেলা বাড়তে পরিষ্কার আকাশেরই দেখা মিলবে। সঙ্গে ঝলমলে রোদও।

অনেকেরই প্রশ্ন, তবে কি মাঘ বিদায়ের আগেই শীত বিদায় নেবে বাংলা থেকে? ভ্যালেন্টাইন’স ডে-এর আগেই কি শীতের আদর উধাও হবে বাংলা থেকে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শীত ওঠানামা করবে বাংলায়। বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বৃহস্পতি ও শুক্রবার তাপমাত্রা কিছুটা নামবে। শনিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি বেশ কিছুটা নিচে নামতে পারে পারদ।

আর এভাবেই সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কমবে। বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। বিদায় নেবে শীতের মরসুম। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যজুড়েই।