সপ্তাহের এই দিনগুলিতে কলকাতা আর দক্ষিণবঙ্গের চার জেলার জন্য সতর্কবার্তা…
আবহাওয়াবিদরা বলছেন, পঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছএ। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহ জুরেই বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা: কলকাতার অবিরাম বর্ষণের থেকে আজ কিছুটা হলেও রেহাই। আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতায় বুধবার কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী আরও চার দিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে (West Bengal Weather Update)।
দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ক্ষেত্রে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। শনিবারে বৃষ্টি হবে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।
উত্তরবঙ্গে আজ দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং-কালিম্পঙের ক্ষেত্রে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পঙ এবং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।
কেন বঙ্গে অবিরাম বর্ষণ?
আবহাওয়াবিদরা বলছেন, পঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছএ। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহ জুরেই বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ট্রেন না চললে যে আর পেটের ভাত জুটছে না! লোকাল চালানোর দাবিতে এবার চরম বিক্ষোভে যাত্রীরা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমিটার।