Partha Chatterjee: ‘ওজন কমলেও ভুঁড়ি কমেনি’, বাড়ি ফিরে কারণ জানালেন পার্থ

Partha Chatterjee health condition: জেলে থাকাকালীন পায়ের সমস্যার কথাও অনেকবার বলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এখন তাঁর পা কেমন আছে? পার্থ জানালেন, পায়ের চিকিৎসা করিয়েছেন। আপাতত অনেকটাই ভাল রয়েছে। চিকিৎসক দু-একদিন পর থেকে তাঁকে হাঁটাহাঁটি করতে বলেছেন।

Partha Chatterjee: ওজন কমলেও ভুঁড়ি কমেনি, বাড়ি ফিরে কারণ জানালেন পার্থ
পার্থ চট্টোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 11, 2025 | 9:50 PM

কলকাতা: তিন বছর সাড়ে তিন মাস আগে তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শেষ কয়েকমাস চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সব মামলায় জামিন পাওয়ার পর অবশেষে মঙ্গলবার নাকতলার বাড়িতে ফিরেছেন তিনি। এখন কেমন আছেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়? নিজেই জানালেন তাঁর স্বাস্থ্যের কথা। কিছুটা ওজন কমেছে। কিন্তু, ভুঁড়িটা একইরকম রয়েছে। সেকথা নিজেই স্বীকার করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবং ভুঁড়ি না কমার কারণও জানালেন। কী বললেন পার্থ?   

এদিন বাড়ি ফেরার পর পার্থর সঙ্গে দেখা করতে আসেন অনেকে। তাঁদের দেখে কখনও কখনও আবেগতাড়িত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেইসময়ই তাঁর স্বাস্থ্যের কথাও উঠে আসে। পার্থ তখন জানান, তাঁর ১১ কেজি ওজন কমে গিয়েছে। তখন কেউ একজন বলেন, “দাদার ভুঁড়িটা একইরকম রয়েছে।” একথা শুনেই হাসেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বাবার ছবি দেখিয়ে বললেন, “বাবারও ভুঁড়ি ছিল। এই ভুঁড়ি কমবার নয়।” তবে ছাতি কিছুটা কমেছে বলে দেখালেন তিনি। এদিন দেখা গেল, চশমা ব্যবহার করছেন না পার্থ। কেন? জানালেন, এখন চশমা ব্যবহার করতে হচ্ছে না। কারণ, লেন্স ব্যবহার করছেন।

জেলে থাকাকালীন পায়ের সমস্যার কথাও অনেকবার বলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এখন তাঁর পা কেমন আছে? পার্থ জানালেন, পায়ের চিকিৎসা করিয়েছেন। আপাতত অনেকটাই ভাল রয়েছে। চিকিৎসক দু-একদিন পর থেকে তাঁকে হাঁটাহাঁটি করতে বলেছেন।

এদিকে, জামিন পাওয়ার পরই তাঁর হাসপাতাল থেকে বাড়ি ফেরা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটা কাকতালীয় হতে পারে যে জামিন পেতেই সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন পার্থ চট্টোপাধ্যায়। যতদিন জামিন পাচ্ছিলেন না, ততদিন অসুস্থ ছিলেন।”