Kuntal Ghosh: জেলে কুন্তলের সঙ্গে দেখা করছে কারা? ফুটেজ জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
Kuntal Ghosh: বিচারপতি অমৃতা সিনহা বলেন, "আপনাদের আর কত সময় লাগবে? তদন্তের অগ্রগতি কোথায়। জেলের বাইরে কি সিসিটিভি বসেছে?"
কলকাতা: দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সংস্থার তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছিল জেলবন্দি কুন্তল ঘোষের চিঠি। সেই চিঠির সূত্র ধরে আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। দফায় দফায় জেরা করা হয়েছে কুন্তলকেও। তবে সেই মামলায় তদন্ত রিপোর্টে একেবারেই সন্তুষ্ট হল না আদালত। সত্য সামনে আনতে আর কতদিন সময় লাগবে, সিবিআই-এর কাছে জানতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার কুন্তল ঘোষের চিঠি মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই। অভিষেক ও কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য উঠে এসেছে, তা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। উল্লেখ্য, কুন্তল ঘোষের অভিযোগ ছিল, তাঁকে অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
এদিন রিপোর্ট দেখে বিচারপতি অমৃতা সিনহা বলেন, “আপনাদের আর কত সময় লাগবে? তদন্তের অগ্রগতি কোথায়? জেলের বাইরে কি সিসিটিভি বসেছে?” কুন্তল ঘোষের সঙ্গে কারা দেখা করে আসছে সেটা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় সংস্থার কাছে তাঁর প্রশ্ন, “কতদিন সময় লাগবে সত্য সামনে আনতে?” সিবিআই অফিসারদের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বিচারপতির প্রশ্নে সিবিআই জানায়, এটি প্রাথমিক রিপোর্ট, যেখানে অভিষেক ও কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য মিলেছে, সেটাই উল্লেখ করা হয়েছে। বেশ কিছু সন্দেহজনক তথ্যের কথা উল্লেখ আছে রিপোর্টে। কীভাবে তদন্ত করা হচ্ছে, রিপোর্টে সেটাও জানিয়েছে সিবিআই। তাদের দাবি, শুধু এই দুজনকেই নয়, আরও অনেককে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে। কুন্তলের কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানিয়েছে সিবিআই। এ ক্ষেত্রে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি তদন্তকারীদের। সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করা হয়েছে ৬ এপ্রিল পর্যন্ত। আদালতে সিবিআই জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি কুন্তলকে চেনেন না।
শুনানি শেষে বিচারপতি নির্দেশ দিয়েছেন, জেলের মধ্যে কুন্তল ঘোষের চলাফেরায় নজরদারি বাড়াতে হবে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, কুন্তলের সেলের বাইরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। তার সঙ্গে জেলে কারা কুন্তলের সঙ্গে দেখা করতে আসছে তা নজরে রাখতে হবে। আগামী ২০ জুলাই ফুটেজ জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।