Summer Special Sharbat: গরমে বানিয়ে নিন এই স্পেশাল শরবত, শরীর ও মন থাকবে চাঙ্গা
Summer Special Sharbat: আমের শরবত, নুন-লেবুর শরবত, পুদিনার শরবত তো অনেকেই খেয়েছেন। কিন্তু, আম-পুদিনার শরবত খেয়েছেন? এবার বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু আম-পুদিনার শরবত। আম-পুদিনার শরবত বানাতে লাগবে কাঁচা আম, রোস্টেড জিরেগুঁড়ো, বিট নুন, শুকনো লঙ্কাগুঁড়ো, পুদিনা পাতা এবং স্বাদমতো চিনি
Most Read Stories