Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sayantika Banerjee: জন্মদিনে প্রিয় ‘দিদিমণি’র উপহার, কী পেয়ে আবেগে আপ্লুত সায়ন্তিকা?

Sayantika Banerjee: সদ্য জন্মদিন কাটিয়ে উঠেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অনুরাগী থেকে শুরু করে কাছের মানুষ--সারা দিন ধরেই মিলেছিল শুভেচ্ছা।

Sayantika Banerjee: জন্মদিনে প্রিয় 'দিদিমণি'র উপহার, কী পেয়ে আবেগে আপ্লুত সায়ন্তিকা?
কী পেয়ে আবেগে আপ্লুত
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 9:55 AM

সদ্য জন্মদিন কাটিয়ে উঠেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অনুরাগী থেকে শুরু করে কাছের মানুষ–সারা দিন ধরেই মিলেছিল শুভেচ্ছা। তবে এরই মধ্যে একজনের কাছ থেকে উপহার পেয়েই আবেগে আপ্লুত তিনি। তিনি আর কেউ নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর তরফে পৌঁছে গিয়েছে এক চিঠি। যাতে লেখা, “প্রিয় সায়ন্তিকা, তোমার জন্মদিনে রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আর ও সুখ, সমৃদ্ধি আর সাফল্য এই আশা রাখলাম। পরিবার পরিজনকে নিয়ে ভাল থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের মমতা বন্দ্যোপাধ্যায়।” সেই চিঠি শেয়ার করে সায়ন্তিকা লেখেন, “যে শুভেচ্ছা বার্তার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করেছিলাম। এই আশীর্বাদের জন্য ধন্যবাদ দিদিমণি।”

দিন কয়েক আগেই দায়িত্ব বেড়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকারের ‘মহানায়ক’ সম্মান পাওয়ার পরেই রাজ্য পর্যটন দফতরের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সায়ন্তিকাকে।পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে বসানো হয়েছে তাঁকে। সায়ন্তিকা বর্তমানে তৃণমূলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যও বটে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল তাঁকে। তবে ভোটে তিনি হেরে যান। বাঁকুড়া থেকে পরাজিত হলেও রাজনীতির ময়দান কিন্তু ছেড়ে যাননি সায়ন্তিকা। এ বছর ২১ জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। একই সঙ্গে গত গত ২৪ জুলাই মহানায়ক সম্মান পেয়েছেন তিনি। রা নিয়ে অবশ্য কটাক্ষও কম হয়নি। বিগত বেশ কিছু সময় ধরেই সিনে জগৎ থেকে খানিক আলাদা তিনি। তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। তাঁকে কী করে ‘মহানায়ক’ সম্মান দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাধারণ। যদিও ট্রোলিংয়ের জবাব কড়া হাতেই দিতে দেখা গিয়েছিল তাঁকে।