Hair Oil Myths: স্ক্যাল্পে তেল ম্যাসাজ করলে আদতে কি চুলের কোনও উপকার হয়? জেনে নিন আসল সত্যিটা কী

তেল আমাদের চুলকে কন্ডিশনিং করে। চুল পড়াকে রোধ করে আমাদের চুলকে আরও মজবুত করে তোলে। ভঙ্গুর চুল, ফ্রিজিনেসের মত সমস্যাও দূর হয়ে যায় যদি আপনি নিয়মিত চুলে তেল মাখেন।

Hair Oil Myths: স্ক্যাল্পে তেল ম্যাসাজ করলে আদতে কি চুলের কোনও উপকার হয়? জেনে নিন আসল সত্যিটা কী
চুলে এই তেল মাখা নিয়েও মানুষের মধ্যে বিভিন্ন ভুল ধারণা রয়েছে
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 5:53 PM

আমাদের মা-ঠাকুমাদের আমল থেকে শুনে আসছি যে তেল (Hair Oil) আমাদের চুলে (Hair Care) পুষ্টি জোগায়। বিশেষজ্ঞদেরও এই বিষয়ে মত যদিও একই। তেল আমাদের চুলকে কন্ডিশনিং করে। চুল পড়াকে (Hair Fall) রোধ করে আমাদের চুলকে আরও মজবুত করে তোলে। ভঙ্গুর চুল, ফ্রিজিনেসের মত সমস্যাও দূর হয়ে যায় যদি আপনি নিয়মিত চুলে তেল মাখেন। তবে চুলে এই তেল মাখা নিয়েও মানুষের মধ্যে বিভিন্ন ভুল ধারণা রয়েছে।

চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ আঁচল পান্থ তাঁর ইনস্টাগ্রামে সেই বিভিন্ন ভুল ধারণাগুলো সম্পর্কে বলতে গিয়ে কয়েকটি প্রয়োজনীয় বিষয় শেয়ার করেছেন তা চুলকে সুন্দর করে তোলার ক্ষেত্রে জরুরি। তিনি তাঁর পোস্টে লিখেছেন যে, “চুলের তেল চুলের কন্ডিশনে সাহায্য করে। আপনার যদি শুকনো, ক্ষতিগ্রস্থ চুল বা ফ্রিজি চুল থাকে তবে স্ট্র্যান্ডে চুলের তেল ব্যবহার আপনাকে সাহায্য করতে পারে।”

অনেকেই রয়েছেন যাঁরা আগের রাতে চুলে তেল মাখেন এবং পরের দিন সকালে শ্যাম্পু করে নেন। তাঁদের ধারণা এতে চুলে বেশি পুষ্টি পায়। কিন্তু এই ধারণা ভেঙে দিয়ে ডাঃ আঁচল লিখেছেন যে, “সারা রাত ধরে চুলে তেল মেখে রেখে দিলে আলাদা করে কোনও উপকারিতা পাওয়া যায় না। আপনি কয়েক ঘণ্টা তেল মাখার পরও শ্যাম্পু করে নিতে পারেন”।

শুধু তাই নয়, চুলের গোড়া মজবুত করার জন্য আমরা জেনে এসেছি যে স্ক্যাল্পেও তেল দেওয়া দরকার। কিন্তু ডাঃ আঁচলের বক্তব্য চুলকে কন্ডিশনিং করার জন্য স্ক্যাল্পে তেল মাসাজের কোনও প্রয়োজন নেই। গোড়া থেকে ৪-৫ ইঞ্চি ছেড়ে তবেই চুলে তেল প্রয়োগ করুন। এতে চুল আরও ভাবে নরম হবে।

ডাঃ আঁচল তাঁর পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে, তেল চুলের ওপর একটা আস্তরণ তৈরি করে চুলকে কন্ডিশনিং করে। এতে চুল নরম হয় এবং উজ্জ্বল দেখায়। কিন্তু চুলের ক্ষেত্রে কোন তেল সবচেয়ে বেশি কার্যকর হবে, এই নিয়েছে আমাদের মনে দ্ব‌ন্ধ রয়েছে। এই বিষয়ে আঁচল জানিয়েছেন, যে কোনও ধরনের চুলের ক্ষেত্রে নারকেল তেল সবচেয়ে ভাল ফল দেয়।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: Saraswati Pujo Special Look: এই সরস্বতী পুজোয় ক্রাশের নজর কাড়তে চান? মিনিমাল মেকআপেই বাজিমাত করুন

আরও পড়ুন: Valentine’s Day 2022: সঙ্গীর চোখে উজ্জ্বল ও সুন্দর হতে আজ থেকেই যত্ন নিন ত্বকের! বিশেষ দিনের জন্য রইল সহজ ও ঘরোয়া টিপস

আরও পড়ুন: DIY Grapes Face Pack: শীত চলে গেলেও ত্বকের সমস্যা থেকেই যায়! এর জন্য আঙুরের ফেসপ্যাকই যথেষ্ট