Beard Care: ঘন কালো দাড়ি পেতে কোন কোন পদ্ধতি মেনে চলতে হবে পুরুষদের, বিস্তারিত জেনে নিন…

বহু বছর আগে যদিও ক্লিন শেভ ছিল অধিকাংশ ছেলেদের পছন্দের ফ্যাশন। কিন্তু, বর্তমান দিনে একমুখ দাড়ি রাখাই ছেলেদের ফ্যাশনের নতুন ট্রেন্ড। দাড়ির পাশাপাশি গোঁফও জায়গা করে নিয়েছে ফ্যাশন দুনিয়ায়।

Beard Care: ঘন কালো দাড়ি পেতে কোন কোন পদ্ধতি মেনে চলতে হবে পুরুষদের, বিস্তারিত জেনে নিন...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 7:21 AM

আজকের দিনে পুরুষদের দাড়ির বৈচিত্র্য এতটাই বেশি যে দাড়ি নিয়ে ফ্যাশন উৎসাহীর সংখ্যাও মারাত্মক বেশি। এই দাড়ি নিয়ে সচেতনতা হাল আমলেই যে এতটা বেশি হয়েছে তা নয়। আগেকার দিনেও দাড়ির যত্ন নেওয়া হত খুব ভাল ভাবে। হ্যাঁ, ভ্যারাইটিটা হয়তো ছিল না সেভাবে, ঠিকই তবে, দাড়ি নিয়ে সফট কর্নারটা কিছু পুরুষ সমাজে বহুকাল প্রচলিত।

বহু বছর আগে যদিও ক্লিন শেভ ছিল অধিকাংশ ছেলেদের পছন্দের ফ্যাশন। কিন্তু, বর্তমান দিনে একমুখ দাড়ি রাখাই ছেলেদের ফ্যাশনের নতুন ট্রেন্ড। দাড়ির পাশাপাশি গোঁফও জায়গা করে নিয়েছে ফ্যাশন দুনিয়ায়। টিনেজ থেকে বয়স্ক, গাল ভর্তি দাড়ি রাখতে সকলেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন আজকাল। তবে, শুধু ফ্যাশন বা লুকস্-এর জন্য দাড়ি রাখলেই হবে না, দাড়ির সঠিক যত্ন না নিলে আখেরে পুরো পরিশ্রমটাই বৃথা। দাড়ির স্বাস্থ্যকর বৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে নিম্নলিখিত এই টিপসগুলি মেনে চলন…

১) নিয়মিত চিরুনির ব্যবহার: সুন্দর দাড়ি পেতে, চুলের মত রোজ দাড়িও আঁচড়ানো প্রয়োজন। নিয়মিত দাড়ি আঁচড়ানো কেবল জট পাকা থেকে মুক্তি পেতে সহায়তা করে তা না, পাশাপাশি, এটি আপনার দাড়ির শেপকেও ঠিক রাখে। দাড়ি পরিষ্কার রাখার জন্য ছোট ব্রিশেলস-এর চিরুনি ব্যবহার করাই সবচেয়ে ভাল।

Beard Care

২) পরিষ্কার রাখুন: চুলের মত দাড়িকেও নিয়মিত পরিষ্কার রাখুন। যখন আপনার দাড়ি খুব বড় আকার ধারণ করে তখন এটি বেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে। কারণ, ত্বকের মৃত কোষগুলি দাড়িতে জমা হয় এবং ব়্যাশের সৃষ্টি করে। যা থেকে চুলকানির সমস্যা দেখা দেয়।

৩) কন্ডিশনিং: মাথার চুলের মতই আপনার দাড়িকে নরম রাখতে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন এবং কয়েক মিনিট পর এটি ভালভাবে ধুয়ে ফেলুন। মনে রাখবেন, গায়ে ব্যবহার করা সাবান দিয়ে দাড়ি পরিষ্কার করবেন না। উন্নত মানের টক্সিন ফ্রি শ্যাম্পু দিয়ে দাড়ি পরিষ্কার করুন এবং কন্ডিশনার ব্যবহার করুন।

৪) ময়েশ্চারাইজেশন: কন্ডিশনার ব্যবহারের পর দাড়িকে ময়েশ্চারাইজ করা অত্যন্ত প্রয়োজন। দাড়ির যত্ন নেওয়ার অনেকগুলি পণ্য রয়েছে, যেগুলি আপনার দাড়িকে ময়েশ্চারাইজ করতে সহায়তা করে। এগুলি ব্যবহারে ত্বকের চুলকুনি প্রতিরোধ হয় এবং ত্বককে আর্দ্র করে।

৫) অ্যালোভেরা জেল: ত্বক এবং চুলের জন্য অ্যালোভেরা খুবই উপকারি। ত্বকে জমে থাকা মৃত কোষগুলিকে দূরে সরিয়ে ত্বক এবং দাড়ির গোড়াকে সুস্থ রাখতে সাহায্য করে এটি। তাই, রোজ অ্যালোভেরা জেল ব্যবহার করুন এবং দাড়িতে আনুন একস্ট্রা সাইন।

৬) সময়মতো ট্রিম করুন: চুলের মতোই আপনার দাড়িও সময়মতো ট্রিম করা দরকার। এটি আপনার দাড়ির ক্ষতি রোধ করতে সহায়তা করে। দাড়ি কাটতে একটি ভাল গ্রুমিং কিট বা ট্রিমারের সাহায্য নিন। এতে দাড়ির ঘনত্ব বৃদ্ধি পায়। প্রতি দু’মাস অন্তর একবার দাড়ি ট্রিম করা প্রয়োজন।

আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…

আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন

আরও পড়ুন: Winter Hair Care: শীতকালে চুল ধোয়ার জন্য কোনটা বেশি উপযুক্ত? গরম জল না কি ঠাণ্ডা জল? সবিস্তারে জেনে নিন…