Madhuri Dixit Nene: সেলেব্রিটিদের মতো মোলায়েম চুল পেতে চান? ২ হেয়ারমাস্কের টিপস মাধুরী দীক্ষিতের
Homemade Haircare Tips: মাধুরির হাসির মাদুর্যের কোনও বিকল্প হয় না, কিন্তু তাঁর মতো স্কিন ও চুলের যত্ন নিতে তো কোনও ক্ষতি নেই। তাই ভক্তদের কৌতূহল মেটাতে সেলেবরা নিজেদের সৌন্দর্যের রহস্য নিয়ে মুখ খুলেছেন অনেকসময়। সেই তালিকায় মাধুরী দীক্ষিত নেনে-ও ব্যতিক্রমী নন।

নিজের কাজে প্রচুর ব্যস্ততা থাকলেও সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ সক্রিয়। নিয়মিত ইন্সটাগ্রাম ও ইউটিউব চ্যানেলে তিনি নিজেরকে আপডেট দেন। শুধু তাই নয়, যোগা, চুলের যত্ন, ত্বকের যত্ন ও সৌন্দর্য বজায় রাখার জন্য নানা টিপস দেন বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিত নেনে। উজ্জ্বল ও স্বাস্থ্যকর, প্রাণবন্ত ত্বকের জন্য সৌন্দর্য বজায় রাখার জন্য দুর্দান্ত হেয়ার মাস্কের টিপস জানিয়েছেন। অত্যন্ত সহজএকটি প্যাক, যা চুলের বৃদ্ধি ঘটাতে ও বাউন্সি আনতে সাহায্য করে। পছন্দের সেলেব্রিটিদের নিয়ে মাতামাতি যেমন রয়েছে, তেমনি তাদের মতো দেখার জন্য ভক্তরা নানারকম বিউটি টিপস ফলো করেন। মাধুরির হাসির মাদুর্যের কোনও বিকল্প হয় না, কিন্তু তাঁর মতো স্কিন ও চুলের যত্ন নিতে তো কোনও ক্ষতি নেই। তাই ভক্তদের কৌতূহল মেটাতে সেলেবরা নিজেদের সৌন্দর্যের রহস্য নিয়ে মুখ খুলেছেন অনেকসময়। সেই তালিকায় মাধুরী দীক্ষিত নেনে-ও ব্যতিক্রমী নন।
তাঁর কথায় সৌন্দর্য বজায় রাখার জন্য সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। এছাড়া স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চললে চুল ও ত্বক স্বাভাবিকভাবেই প্রভাব ফেলে। ইন্সটাগ্রামের একটি ভিডিয়ো পোস্ট এমন কথাই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, যেভাবে খাবার খাওয়া হবে, ঠিক তেমনভাবেই চুলকে পুষ্ট করতে সাহায্য করবে। এছাড়া প্রাকৃতিক পণ্য ব্যবহার করে পারেন, যা চুলকে গোড়া থেকে পুষ্ট করে, চুলের ফলিকলগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া চুলের গ্রোথের জন্যও ভেষজ টোটকা ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
হেয়ারমাস্ক
চুলের পরিচর্চার জন্য মাধুরী দীক্ষিত ঘরেই হেয়ার অয়েল তৈরি করেন। তার জন্য তিনি আধ কাপ নারকেল তেল, ১৫-২০টি কারি পাতা, ১ চা চামচ মেথি বীজ ও ১টি ছোট পেঁয়াজ।
প্রথমে তেল গরম করে তাতে মেথি বীজ যোগ করে কয়েক মিনিট ফোটান। মেথি বীজ বাইরে ছিটকে পড়া শুরু করলে তাতে পেঁয়াজ যোগ করুন। কয়েক মিনিটের জন্য ফুটতে দিত। এরপর আভেন থেকে সরিয়ে ফেলুন। প্রতি ৩ থেকে ৪ দিনে একবার করে মাথার ত্বক ও চুলে প্রয়োগ করুন। চুলের যত্নের জন্য নারকেল তেল চুলকে দূষণের ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়া কারি পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট , যা চুলকে প্রাকৃতিকভাবে হাইড্রেটেড করে। মেথির বীজ মাথার ত্বকে চুলকানি, জ্বালাভাব , খুশকি, চুল পড়ার নিরাময়ের জন্য পারফেক্ট। পেঁয়াজ চুল পড়া কমাতেও সাহায্য করে।
আরও একটি হেয়ার মাস্কের কথা জানিয়েছে তিনি। এর জন্য লাগবে একটি পাকা কলা , ২ টেবিলস্পুন দই ও ১ চা চামচ মধু।
এবার সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে মিশি748447য়ে নিন। তারপর চুলের ত্বক থেকে আগা পর্যন্ত ভালোভাবে প্রয়োগ করে নিন। ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন। তবে মাথায় ক্যাপ পড়লে তা আরও ভালো হয়। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা চাই।





