Makeup Tips: মেকআপের কয়েক ঘণ্টা পরই মুখ কালো দেখাচ্ছে? আপনার ফাউন্ডেশনে কোনও গলদ নেই তো!

Foundation: ডিজিটালের যুগে এখন অনেকেই অনলাইনে মেকআপ পণ্য কেনেন। কিন্তু ফাউন্ডেশনের ক্ষেত্রে অনলাইনে শপিং এড়ানো উচিত।

Makeup Tips: মেকআপের কয়েক ঘণ্টা পরই মুখ কালো দেখাচ্ছে? আপনার ফাউন্ডেশনে কোনও গলদ নেই তো!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 8:15 PM

মেকআপের অবিচ্ছেদ্য অংশ হল ফাউন্ডেশন। ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশনই ব্যবহার করেন সকলেই। তবু মেকআপ করার কয়েক ঘণ্টা পর থেকে মুখ কালচে দেখায়। ত্বক বিবর্ণ হয়ে ওঠে। মুখের উপর ছোপছোপ দাগ ফুটে ওঠে। ফাউন্ডেশনের ত্বকের সঙ্গে ভাল করে ব্লেন্ড হওয়া সত্ত্বেও তা হঠাৎ করেই বিবর্ণ হয়ে যায়। ভেবে দেখেছেন এমন কেন হয়? মেকআপ করার পদ্ধতির মধ্যে কোনও গণ্ডগোল রয়েছে নাকি সঠিক ফাউন্ডেশন বাছাইয়ে ভুল হয়েছে? চলুন রহস্যটা জেনে নেওয়া যাক…

ফাউন্ডেশন ত্বকের উপর কাজ না করার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এই ক্ষেত্রে স্কিন টোন থেকে শুরু করে আমাদের ত্বকের টেক্সচার এবং ফাউন্ডেশনের টেক্সচার সব কিছুই নির্ভর করে। তাই ত্বকের জন্য সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়ার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়।

ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নিন। আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে অয়েল-বেসড ফাউন্ডেশন ব্যবহার করবেন না। তার বদলে জল ভিত্তিক ফাউন্ডেশন বেছে নিন। প্রয়োজনে সিলিকন ভিত্তিক ফাউন্ডেশনও বেছে নিতে পারেন। এতে সহজে ফাউন্ডেশন নষ্ট হবে না।

ডিজিটালের যুগে এখন অনেকেই অনলাইনে মেকআপ পণ্য কেনেন। কিন্তু ফাউন্ডেশনের ক্ষেত্রে অনলাইনে শপিং এড়ানো উচিত। এতে স্কিন টোন এবং আন্ডারটোন কোনওটাই বোঝা যায় না। ফাউন্ডেশনের ক্ষেত্রে আন্ডারটোন খুব জরুরি একটি বিষয়। এটির সঙ্গে যদি ফাউন্ডেশনের রঙ না মেলে তাহলে মেকআপ ফ্যাকাশে দেখাবে। তাই চেষ্টা করুন দোকানে গিয়ে ফাউন্ডেশন কেনার।

ফাউন্ডেশন ব্যবহারের আগে ত্বকের যত্ন নেওয়া জরুরি। মেকআপ শুরু আগে আপনার ত্বককে প্রস্তুত করতে হবে। গোড়ায় গলদ থাকলে ফাউন্ডেশন বেশিক্ষণ আপনার ত্বকে থাকবে না। ত্বক ভাল করে এক্সফোলিয়েট করুন। ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আর অবশ্যই প্রাইমার ব্যবহার করবেন। প্রাইমার ফাউন্ডেশনকে ধরে রাখতে সাহায্য করে।

আপনি কতটা পরিমাণ ফাউন্ডেশন ত্বকের উপর ব্যবহার করছেন, সেটাও জরুরি। যদি প্রথমবার কোনও ফাউন্ডেশন ব্যবহার করেন তাহলে পুরু করে ফাউন্ডেশন লাগাবেন না। প্রথমে হালকা করে ফাউন্ডেশন ব্যবহার করুন। যদি সেটা স্বাভাবিক লাগে তাহলে আলাদা করে প্রয়োজন নেই বেশি ফাউন্ডেশন ব্যবহারের। বরং এই ভুলে নষ্ট হয়ে যেতে পারে আপনার মেকআপ।