Black Saree: কালো শাড়িতে লাস্যময়ী দুই টলি অভিনেত্রী, বছর শেষে নজর কাড়লেন কে?

Tolly Actress Fashion: শুভশ্রী আর শ্রাবন্তী দুজনের সাজই ছিল খুব সুন্দর। মেকআপ, শাড়ি সবই ছিল যথাযথ। শীতের দিনে দেখতেও লাগছে দারুণ

Black Saree: কালো শাড়িতে লাস্যময়ী দুই টলি অভিনেত্রী, বছর শেষে নজর কাড়লেন কে?
কাকে সবচাইতে বেশি ভাল লাগছে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 9:01 PM

বোল্ড ড্রেসে আর স্টাইলে এ বছর তাক লাগিয়ে দিয়েছেন সব টলিউড নায়িকারাই। শেষ কয়েক বছরে ফ্যাশান নিয়ে সচেতন হয়েছেন টলিউডের সব নায়িকাই। বর্তমান ফ্যাশান ট্রেন্ড, রং, মেকআপ সব নিয়েই তাঁরা সচেতন। বিভিন্ন ট্র্যাডিশন্যাল আউটফিটে যেমন তাঁদের দেখা যায় তেমনই ওয়েস্টার্নও গলিয়ে নেন স্বচ্ছন্যেই। পাশাপাশি পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন সব নায়িকাই। সারা বছর বিভিন্ন অনুষ্ঠান, পার্টি এসব তো লেগেই থাকে। আর প্রতিটি অনুষ্ঠানেই সুন্দর করে সাজেন নায়িকারা। সদ্য শেষ হয়েছে কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। এই অনুষ্ঠানের উদ্বোধনের দিন কালো রঙের বেনারসি শাড়িতে সেজেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্লিভলেস কালো ব্লাউজ, কালো স্টোনের ড্যাংলার আর হাতে সোনালি-স্টোনের কাজ করা বালা পরেছিলেন। সব মিলিয়ে শ্রাবন্তীর দিক থেকে চোখ ফেরানোও যাচ্ছে না।

কালো রঙের সিল্ক শাড়িতে সেজেছিলেন শুভশ্রী গাঙ্গুলিও। শাড়ির সঙ্গে সব্যসাচীর ডিজাইনের একটি বেল্ট রকেছিলেন তিনি। সঙ্গে স্লিভলেস ব্লাউজ। আর সবুজের সঙ্গে পারমুটেশন কম্বিনেশন করে সবুজ রঙের বিডসের গয়না পরেছেন। হাতে, কানে ম্যাচিং গয়না। সবথেকে আকর্ষণীয় শুভশ্রীর হেয়ার স্টাইল। সব মিলিয়ে সেদিনের সন্ধ্যার যাবতীয় লাইমলাইট কেড়ে নিতে তৈরি ছিলেন শুভশ্রী।

ডিজাইনার রুদ্র সাহা এদিন শ্রাবন্তীর জন্য স্পেশ্যাল এই লুকটি ডিজাইন করেছেন। শাড়ির কালেকশনও তাঁরই। শ্রাবন্তীর মেকআপ করেছেন প্রীতম দাস। সাধারণ সাজে আর জমকালো বেনারসি শাড়ির সঙ্গে খুবই মানানসই হল শ্রাবন্তীর হেয়ার স্টাইলও। চুলে ব্যাক ব্রাশ করে ওয়েভি টাচ এনেছেন। শ্রাবন্তীর হেয়ার স্টাইল করেছেন প্রিয়া দাস। সব মিলিয়ে এমন সাধারণ সাজে দারুণ দেখতে লাগছিল তাঁকে।

শুভশ্রীর স্টাইলিং করেছেন সিজা এবং তনুমিতা ঘোষ। রোহিতার থেকে গয়না বেছে নিয়েছেন। হেয়ার স্টাইল করেছেন অবিনাশ ভৌমিক, মেকআপ করেছেন সায়ন্ত ঢালি। কালো ব্যাকলেস ব্লাউজ আর কালো সিল্কের এই মনোক্রোম্যাটিক শাড়িতে দারুণ একটা ক্লাসি টাচ ছিল শুভশ্রীর পুরো সাজে। সবচেয়ে বেশি নজর কাড়ছে সব্যসাচীর লোগো দেওয়া বেল্টটি। এর সঙ্গে মানানসই ছিল শুভশ্রীর মেকআপও। চোখে কাজল, ন্যুড শেডের লিপস্টিক আর স্টেটমেন্ট ইয়াররিং-এ খুব মনোমুগ্ধকর ছিল তাঁর পুরো সাজ। গালে গোলাপি ব্লাশার ব্যবহার করায় একটা মিষ্টি ব্যাপারও ছিল তাঁর সাজে।

শুভশ্রী আর শ্রাবন্তী দুজনের সাজই ছিল খুব সুন্দর। মেকআপ, শাড়ি সবই ছিল যথাযথ। শীতের দিনে দেখতেও লাগছে দারুণ। শুভশ্রীর ছবিতে একাধিক জন লিখেছেন যে তাঁকে খুব সুন্দর গ্ল্যামারাস লাগছে। টলিউডের হিরোইনদের মধ্যে ফ্যাশানে তিনিই এগিয়ে একথাও অনেকে বলেছেম। আবার শ্রাব্তীর ছবিতেও উড়ে এসেছে একাধিক মন্তব্য। আপনার কাকে মনে ধরল?