করোনা অতিমারির জেরে বার বার পিছিয়ে দেওয়া হচ্ছিল কান চলচ্চিত্র উৎসব। ২০২০ সালের মে মাস থেকে পিছোতে পিছোতে অবশেষে কান ফেস্টিভ্যালের গ্ল্যামারাস রেড কার্পেটের ঝলক প্রকাশিত হল।ফ্যাশন কেন্দ্রিক এই ইভেন্টের উপর নজর থাকে তাবড় তাবড় ডিজাইনার ও কলাকুশলীদের।
প্রথম দিনেই কানের রেড কার্পেট উজ্জ্বল করে তুললেন সুপার মডেল বেলা হাডিড, জেসিকা চাস্তাইন, মেরিওন কচিলার্ড , ক্যান্ডিস স্বানিপোল। দুর্দান্ত ও ফ্যাশনেবল পোশাকে তারকাদের সফল রেড কার্পেটের চমক দেখে মনে হতে পারে,অতিমারিকে মানুষ অর্ধেক জয় করেই ফেলেছে।
গ্লামারাস রেড কার্পেটে নজর কেড়েছেন সুপার মডেল বেলা হাদিদ। ২০২০ সালে বিখ্যাত ডিজাইনার জিন পল গালিটিয়ার ২০০২ সালের কালেকশন থেকে পোশার বেছে নিয়েছিলেন।
রেড কার্পেটে মন জয় করতে ব্ল্যাক ডিওর গাউন বেছে নিয়েছিলেন জেসিকা চাস্তাইন। চেরি শেডের লিপস্টিক ও লো পনিটেলের ফাঁকে সৌন্দর্য ছড়িয়ে ছিলেন হলিউডের এই গ্ল্যামার।
এবারের বহু প্রতীক্ষিত কান চলচ্চিত্র উত্সবে রেড কার্পেটে কারা নজর কাড়বেন, তার দিকে বিশেষ লক্ষ রাখা হয়েছিল। ইতরো রোজ গোল্ট জাম্পস্যুটে সকলের নজর কেড়েছিলেন ক্যান্ডিস স্বানিপোল। ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ক্যান্ডিসের সাজ ও পোশাক ছিল সবচেয়ে নজরকাড়া।
নামী ডিজাইনার স্টোর থেকে উজ্জ্বল, ওয়ান-সোল্ডারড ড্রেসকেই রেড কার্পেটের জন্য বেছে নিয়েছিলেন হলিউডের অন্যতম স্টার মারিওন কটিলার্ড। এনেথ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিনি।
এবছর রেড কার্পেটে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ডেম হেলেন মিলেন। উজ্জ্বল হলুদ ড্রেস ও চওড়া চোকারে রেড কার্পেট যেন ম্লান হয়ে পড়েছিল।