ক্লাসিক ও স্টাইলিশ খাকিকেই বেশি পছন্দ পুরুষদের!
ক্লাসিক লুকের পাশাপাশি খাকির জ্যাকেট, শার্ট, টাই, এ-লাইন ফিটেড শার্ট বেশ স্টাইলিশ। আরামদায়ক ও দুরন্ত সাইজের এই রঙের সঙ্গে যে কোনও রঙের কম্বো বা মিক্স-ম্যাচ করা সম্ভব।
পুরুষদের অন্যতম পছন্দের পোশাকের মধ্যে খাকি অন্যতম। পুরুষদের পোশাকের ব্যাপারে প্রথম ও গুরুত্বপূর্ণ পছন্দ হল, যে পোশাকই হোক না কেন, তা হতে হবে সঠিক সাইজের ও আরামদায়ক। ওয়্যারডোর্ব স্ট্যাপলসে খাকির একটি পিস থাকবেই। ক্লাসিক লুক হলেও, যে কোনও ফ্যাশান ও স্টাইলের জন্য খাকি কিন্তু বেশ ট্রেন্ডিও বটে। খাকির শার্ট, ব্লেজার, ট্রাউজার্স, শার্ট সবেতেই খাকি দিয়ে যায় চেনা। অফিসেরকাজে হোক বা ভ্রমণের জন্য, বন্ধুদের পার্টি বা ডেটিংয়ে, যে কোনও সময় খাকির কদর রয়েছে বেশ ভালই। যদি খাকির প্যান্ট পরেন, তাহলে সেটি অফিসের জন্য একেবারে পারফেক্ট। ফরম্যাল অনুষ্ঠান বা ক্যাজুয়াল ক্যাম্পিং, সবেতেই খাকি প্যান্ট গ্রহণীয়।
তাড়াহুড়োয় খাকির পোশাক চোখবুজে বেছে নিতে পারেন। ইতালির এক ডিজাইনার তাঁর ভিনটেজ আর্কাইভে খাকির পোশাক নিয়ে বেশ কিছু টিপস শেয়ার করেছেন। শীত, গ্রীষ্ম, বসন্ত, সব ঋতুতেই ডিসেন্ট ও ট্রেন্ডি পোশাক হিসেবে খাকি বেছে নিতে পারেন। স্টাইল ও পোশাকের নানা শেডসের জন্য খাকির যে কোনও পোশাকই আপনি বেচে নিতে পারেন।
আরও পড়ুন: শাড়ি আর স্নিকার্সেই বাজিমাত! মস্কো ভ্রমণে অন্য তাপসীকে দেখে আপ্লুত নেটিজেনরা
ক্লাসিক লুকের পাশাপাশি খাকির জ্যাকেট, শার্ট, টাই, এ-লাইন ফিটেড শার্ট বেশ স্টাইলিশ। আরামদায়ক ও দুরন্ত সাইজের এই রঙের সঙ্গে যে কোনও রঙের কম্বো বা মিক্স-ম্যাচ করা সম্ভব। নীলের যে কোনও শেডস বা সাদা যেমন অফ-হোয়াইট বা গ্রে রঙের হালকা শেডসের সঙ্গে খাকি দারুণ খোলে। এতে ডেস্কে বসে কাজ করতে অনেক বেশি আত্মবিশ্বাসী লাগে। তবে মনে রাখবেন, অফিস বা কর্মক্ষেত্রে কখনও ওভারসাইজ বা স্কিনি পোশাক পরবেন না।
শহুরে লোকেরা যে কোনও আউটিং বা ভ্রমণে গেলে, খাকি পকেট প্যান্টের সঙ্গে ডেনিমের শার্টি বেশি পছন্দ করেন। যদি পাহাড়ের দেশে যান, তাহলেও খাকির প্যান্ট বা ওভারসাইজ জ্যাকেট পরলে ভালো লাগে। এছাড়া ওল্ড-স্কুল পোলো শার্ট, লুজ ড্র্যাপড শোয়েটারও বেশ মানানসই। ফ্যাশানের থিয়োরিতেও খাকির গুরুত্ব রয়েছে। সমুদ্রসৈকত কিংবা শীতের দেশেই যান কেন, খাকির পোশাক পরা যেতেই পারে।
আরও পড়ুন: নেটপাড়ায় ভাইরাল! ভারতীয় ডিজাইনারের ফ্যাশন ক্যাম্পে নজর কাড়লেন এই পাকিস্তানি মডেল
ক্লাসিক ঘরানার জন্যই নয়, খাকি যেকোনও পোশাকেই ফ্যাশান লুকে রক স্টািল আনা সম্ভব। আইকনিক লিনেন জ্যাকেটে এখন সব ধরেনের পোশাকের সঙ্গে ট্রেন্ডিং। নীল ও বাদামি রঙের থেকেও খাকির জ্যাকেট অনেক বেশি নজর কাড়ে। চেকবোর্ড প্রিন্টস, স্ট্রাইপড শার্টের সঙ্গে খাকির জ্যাকেট, সুপার স্টাইলিশ লুক দিতে পারে।
খাকিরও বহু প্রকার রয়েছে, গ্রীষ্মকালে ক্লাসিক লুকের জন্য ক্রিম, বিজ, ক্যামেল ব্রাউন খাকি, ব্রিটিশ খাকি, টব্যাকো ট্যান, পেব্বল ব্রাউন, টপি আর্মির প্যান্ট, ট্রাউজার্স বা শার্টি পরতে পারেন।