Happy Birthday Kriti Sanon: ফ্যাশন দুনিয়ায় কীর্তি শ্যাননের কিছু স্টাইলিশ ছবি দেখুন এখানে….

সুন্দরীর পাশাপাশি বুদ্ধিমতীও বটে। বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে কীর্তি শ্যাননের রূপ-প্রতিভা একটু আলাদাই মাত্রা যোগ করেছে। মঙ্গলবার শুভ জন্মদিনে শুভেচ্ছার বন্যায় বয়ে গিয়েছেন তিনি। স্টাইলিশ ও ফ্যাশনেবল কীর্তির রূপে কাবু হয়েছেন বহু নায়ক।

| Edited By: | Updated on: Jul 27, 2021 | 8:32 PM
নীল চোখ ও গোলাপি আইশেডের ছোঁয়ায় কীর্তির সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা। শুধু তাই নয়, স্টাইল ও ফ্যাশন দুনিয়ায় কীর্তির প্রতিভাবান পদক্ষেপও দর্শককূলের হৃদয় জয় করে নিয়েছে।

নীল চোখ ও গোলাপি আইশেডের ছোঁয়ায় কীর্তির সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা। শুধু তাই নয়, স্টাইল ও ফ্যাশন দুনিয়ায় কীর্তির প্রতিভাবান পদক্ষেপও দর্শককূলের হৃদয় জয় করে নিয়েছে।

1 / 7
ন্যুড মেকআপ ও কার্লি হেয়ার, এই দুই স্টাইল স্টেটমেন্টেও নজর কেড়েছেন তিনি। হালকা বাদামি রঙের স্টাইলিশ পোশাকের সঙ্গে মানানসই হিরের গয়নার চমক যেন কীর্তির রূপ-প্রতিভাই ঝরে পড়ছে।

ন্যুড মেকআপ ও কার্লি হেয়ার, এই দুই স্টাইল স্টেটমেন্টেও নজর কেড়েছেন তিনি। হালকা বাদামি রঙের স্টাইলিশ পোশাকের সঙ্গে মানানসই হিরের গয়নার চমক যেন কীর্তির রূপ-প্রতিভাই ঝরে পড়ছে।

2 / 7
কালো ওয়ান শোল্ডার আউটফিটেও মন জয় করে নিয়েছেন মিমি সিনেমার নায়িকা। সাধারণ ইয়াররিং, ব্ল্যাক বেল্ট আর হালকা মেকআপেই পারফেক্ট কীর্তি।

কালো ওয়ান শোল্ডার আউটফিটেও মন জয় করে নিয়েছেন মিমি সিনেমার নায়িকা। সাধারণ ইয়াররিং, ব্ল্যাক বেল্ট আর হালকা মেকআপেই পারফেক্ট কীর্তি।

3 / 7
ফ্যাশন দুনিয়ার রাণী! প্রাকৃতিক পরিবেশকে ব্যকগ্রাউন্ডে রেখে নীল রঙের সুন্দর ড্রেসে অনন্যা কীর্তি।

ফ্যাশন দুনিয়ার রাণী! প্রাকৃতিক পরিবেশকে ব্যকগ্রাউন্ডে রেখে নীল রঙের সুন্দর ড্রেসে অনন্যা কীর্তি।

4 / 7
বোল্ড বা সেক্সি লুকেও উজ্জ্বল তারকা দিল্লির এই মেয়ের। সিল্কি কোলেট ব্রাউন আউটফিটে ভক্তদের হৃদয়ে জায়গা পাকা করে নিয়েছেন হিরোপন্থীর নায়িকা।

বোল্ড বা সেক্সি লুকেও উজ্জ্বল তারকা দিল্লির এই মেয়ের। সিল্কি কোলেট ব্রাউন আউটফিটে ভক্তদের হৃদয়ে জায়গা পাকা করে নিয়েছেন হিরোপন্থীর নায়িকা।

5 / 7
গ্ল্যামার্স ফ্যাশন দুনিয়ায় পারফেক্ট মডেল। ইন্সটাগ্রামে পোস্ট করা বিভিন্ন ফটোশ্যুটের ছবি সেই কথাই তো বলে।

গ্ল্যামার্স ফ্যাশন দুনিয়ায় পারফেক্ট মডেল। ইন্সটাগ্রামে পোস্ট করা বিভিন্ন ফটোশ্যুটের ছবি সেই কথাই তো বলে।

6 / 7
পশ্চিমী লুকের মতো ট্র্যাডিশনাল পোশাকেও সমান গ্ল্যামারাস কীর্তি। পোলকির ঝুমকো কানো দুল, মিনিমাল মেকআপ ও ভারতীয় পোশাকেন তিলোত্তমা কীর্তি শ্যানন তাই ডিজাইনারদেরও অন্যতম পছন্দ।

পশ্চিমী লুকের মতো ট্র্যাডিশনাল পোশাকেও সমান গ্ল্যামারাস কীর্তি। পোলকির ঝুমকো কানো দুল, মিনিমাল মেকআপ ও ভারতীয় পোশাকেন তিলোত্তমা কীর্তি শ্যানন তাই ডিজাইনারদেরও অন্যতম পছন্দ।

7 / 7
Follow Us: