ফের ফ্যাশান দুনিয়ায় উজ্জ্বল দেশি গার্ল! BBMA-এর রেড কার্পেটে ‘স্পটলাইট’ কাড়লেন প্রিয়াঙ্কা
অ্যাওয়ার্ড শোয়ের নামী শিল্পীদের মধ্যে সকলের নজর কেড়ে ফের বিশ্ব ফ্যাশন দরবারে তাক লাগালেন পিগি চোপস। সবুজ রঙা ফেন্ডি স্যুটে নিকের পাশে প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রিয়াঙ্কার চমক ছিল অনন্য সুন্দর গোল্ড গাউনে।
২০২১ সালের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছিল গত রবিবার রাতে। উপস্থিত ছিলেন হলিউড ও আন্তর্জাতিক সংগীত মহলের তাবড় তাবড় শিল্পীরা। সেই ভিড়ে স্বামী নিক জোনাসকে নিয়ে হাজির ছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও। সংগীত পুরষ্কারের আসরে নিক জোনাস ও প্রিয়াঙ্কা ছাড়াও ছিলেন ভাউ কেভিন, জো ও ডি জে মার্সমেলো। অ্যাওয়ার্ড শোয়ের নামী শিল্পীদের মধ্যে সকলের নজর কেড়ে ফের বিশ্ব ফ্যাশন দরবারে তাক লাগালেন পিগি চোপস। সবুজ রঙা ফেন্ডি স্যুটে নিকের পাশে প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রিয়াঙ্কার চমক ছিল অনন্য সুন্দর গোল্ড গাউনে। ডিজাইনার ডোলসে ও গাব্বানার তৈরি স্পার্কলি গোল্ড গাউনের সঙ্গে ছিল ব্লাইন্ডিং জুয়েল, গবীর নেকলাইন ও থাই-হাই স্লিট। কোমড়ে ছিল আরমোরের দুর্দান্ত বেল্ট।
View this post on Instagram
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১-তে অংশগ্রহণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আগেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন কিছু কথাও। তিনি লিখেছেন, ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থাপনা নিয়ে বেশ উচ্ছ্বসিত। যেখানে নিক জোনাস সঞ্চালকের ভূমিকায় থাকবেন, আবার মার্সমেলোর সঙ্গে সন্ধ্যের অনুষ্ঠানে পারফর্মও করবেন।’
আরও পড়ুন: বিয়ের দিন ‘নো-মেকআপ লুক’ বেশি পছন্দ ভারতীয় কনেদের! কিন্তু কেন?
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: কালী প্রতিমার বোহেমিয়ান জ্যাকেটে ভাইরাল প্রিয়াঙ্কা! সঙ্গী অবশ্যই নিক জোনাস
সম্প্রতি শ্যুটিং চলাকালীন পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন নিক জোনাস। বিলবোর্ড মি্উজিক অ্যাওয়ার্ডে স্বামীর পাশে থাকতে লন্ডনের কাজ ফেলে লস অ্যাঞ্জেলসে চলে আসেন প্রিয়াঙ্কা। আপাতত সুস্থই রয়েছেন নিক। সূত্রের খবর, খুব কম সময়ের জন্যই নিক-প্রিয়াঙ্কা একসঙ্গে সময় কাটিয়েছেন। আপাতত নিককে সুস্থ করে তুলতে ও তাঁর পাশে থাকতে চায় প্রিয়াঙ্কা।