Old Denim Upcycling: ‘পুরানি জিন্স’-ও দিতে পারে ফ্যাশানের নতুন হদিশ

পুরানো জিন্সগুলো কেটে তৈরি করে ফেলুন বিভিন্ন আনুসঙ্গিক জিনিসপত্র।

Old Denim Upcycling: ‘পুরানি জিন্স’-ও দিতে পারে ফ্যাশানের নতুন হদিশ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2021 | 8:04 AM

আপনি বড় হচ্ছেন, এদিকে জিন্স ছোট হচ্ছে? তবে সাধের জিন্সগুলো কি ফেলে দেবেন? না তার কোনও প্রয়োজন নেই। পুরানো জিন্সগুলো কেটে তৈরি করে ফেলুন বিভিন্ন আনুসঙ্গিক জিনিসপত্র।

১) পুরানো জিন্স কেটে তৈরি করে ফেলুন স্লিং ব্যাগ। আর তাতে রিবন লাগিয়ে নকশা করে নিন নিজের মতো। ২) জিন্সের পকেট তৈরি করুন টোটো ব্যগ। আর তাতে রং-বেরঙের চুমকি দিয়ে সাজালেই একটা অ্যাস্থেটিক লুক আসবে। ৩) পুরানো জিন্স কেটে খুব ভালো ডোর-ম্যাট তৈরি করতে পারেন। ৪) বিভিন্ন রঙের জিন্স কেটে বিভিন্ন সেডের ওয়াল হ্যাঙ্গিং বানাতে পারেন। হালকা রঙের দেওয়ালে ডেনিম ওয়াল-হ্যাঙ্গিং বেশ মানানসই লাগে। ৫) সবশেষে মজার কথা জানুন, সফ্ট টয়ের মাপে জিন্স কেটে তাতে তুলো ভরে বানিয়ে ফেলতে পারেন আপনার পছন্দের টেডি, ভাল্লুক, হাতি বা আরও অনেক কিছু।