Fashion News: মানুশি চিল্লারের নতুন লুক ইন্টারনেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে

অক্ষয় কুমারের পৃথ্বীরাজে মানুশির বলিউডে ডেবিউ কাজ হতে চলেছে। যশ রাজ ফিল্মস এই সিনেমার প্রযোজনা করতে পারেন বলে জানা যাচ্ছে। ছবিতে তিনি অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন।

Fashion News: মানুশি চিল্লারের নতুন লুক ইন্টারনেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 8:52 AM

মিস ওয়ার্ল্ড ২০১৭-এর বিজয়ী মানুশী চিল্লার (Manushi Chillar) এখনও বলিউডে ডেবিউ করেননি। কিন্তু এই ঘটনা তাঁকে গ্ল্যাম ওয়ার্ল্ডে আলোচিত হওয়ার থেকে আটকাতে পারেনি কখনও। অক্ষয় কুমারের পৃথ্বীরাজে ডেবিউ করা এই তারকা, ওয়ান-শোল্ডার ওয়াইন রেড গাউনে তাঁর একটি ছবি পোস্ট করেছেন। ইতিমধ্যেই সেই ছবি ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে।

মানুশি এই ফটোশুটের ছবির ক্যাপশান দিয়েছেন, “দিল্লি নাইটস।” বরাবরের মতোই প্রচণ্ড গ্ল্যামারাস দেখতে লাগছে তাঁকে। তাঁর সিল্ক-সাটিন গাউনটি সুমন বি এর তৈরি লোলা কালেকশনের অন্তর্ভুক্ত। এছাড়া তাঁর স্টিলেটো এবং ব্যাগটি ক্রিশ্চিয়ান লুবাউটিনের (Christian Louboutin)

আপনি আপনার ডেটের সাথে একটা সুন্দর ডিনার নাইটের ক্ষেত্রে এই পোশাক ব্যবহার করতে পারেন। আবার একদম সাধারণ গার্লস নাইটেও এটা ব্যবহার করতে পারেন। মানুশির এই পোশাক দুটি ক্ষেত্রেই নিখুঁত হবে। সুতরাং, এই পোশাকের কথা ভুলে যাবেন না। খেয়াল করুন পরার স্টাইলে।

মানুশি শুটিংয়ের জন্য ওয়ান শোল্ডার ওয়াইন রেড সিল্ক সাটিন গাউন বেছে নিয়েছিলেন। পোষাকের সামনের অংশে কাট-আউটটি খুব স্পষ্ট, উরুর দিকে বেশ কিছুটা উঁচু পর্যন্ত কাটা এবং কোমরে একটি সুন্দর ধনুকের গঠনের নেকলাইন আছে। স্কার্টটির সিলুয়েট মানুশির পুরো চেহারাকে অদ্ভুতভাবেই আকর্ষণীয় করে তুলেছে।

২৪ বছর বয়সী এই বিউটি কুইন একটি কুমিরের ছালের প্যাটার্নের ছোট টপ হ্যান্ডেল ব্যাগ সাথে রেখেছিলেন। এটি খুব বেশি চকচকে এবং আকর্ষণীয় ছিল। তিনি তাঁর চুলের কার্লগুলি খোলা রেখেছিলেন।

মানুশি মেক-আপে চকচকে হাইলাইটার, নিউড ঠোঁট, স্মোকি আই শ্যাডো, লালচে গাল দিয়ে নিজেকে উপস্থাপিত করেছিলেন।

এদিকে, অক্ষয় কুমারের (Akshay Kumar) পৃথ্বীরাজে (Prithviraj) মানুশির বলিউডে ডেবিউ কাজ হতে চলেছে। যশ রাজ ফিল্মস এই সিনেমার প্রযোজনা করতে পারেন বলে জানা যাচ্ছে। ছবিতে তিনি অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন।

আরও পড়ুন: এতটুকু মরচে না-ধরা ‘টিনের তলোয়ার’-এর গোল্ডেন জুবিলিতে TV9 বাংলার বিশেষ নিবেদন ‘টিনের তলোয়ার ৫০’