Fashion Tips: সামনেই বিয়ে? কেমন চুড়ি পরবেন নতুন কনে?
আপনি কি জানেন হালকা সোনা দিয়ে তৈরী বেশ কিছু চুড়ি পরলেই কনের নজরকাড়া লুক আসতে পারে?
প্যান্ডেমিকের বিয়ে মানেই রয়েছে বেশ কিছু বিধি-নিষেধ। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক-স্যানিটাইজারের সঙ্গে, ৫০জন লোকের উর্ধ্বসীমা মেনেই বিয়ের অনুষ্ঠান পালন করতে হবে। তবে সাজে তো কোনও বাঁধা নেই? কিন্তু প্যান্ডেমিকে কাজ হারিয়েছেন অনেকেই, বা আর্থিক সামর্থও কমেছে, পাশাপাশি দ্রব্যমূল্যের দামও বেড়েছে অনেকটা। একদিকে সোনার ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে সোনার গয়না কিনতে হলেও ভাবতে হচ্ছে অনেক মেয়ের বাবাকেই। কিন্তু আপনি কি জানেন হালকা সোনা দিয়ে তৈরী বেশ কিছু চুড়ি পরলেই কনের নজরকাড়া লুক আসতে পারে? জেনে নিন সেইসব চুড়ির নকশার হদিশ।
১) হালকা ওজনের চুড়ি: জেন ওয়াই ছিমছাম সাজই বেশি পছন্দ করে। জবরজং ভারী গয়না থেকে একেবারেই দূরে তাঁরা। সেখানে সাবেকি ভারী ভারী গয়না পরিয়ে মেয়ের বিয়ে দিলেন, তারপর সারাজীবন তা আলমারির এককোনায় পড়ে থাকল, তাতে কোনও লাভ নেই। তারচেয়ে নতুন নতুন স্লিং অ্যান্ড স্টাইলিস চুড়ি বাছুন কনের জন্য। শাড়ি হোক বা ল্যাহেঙ্গা, সবেতেই বেশ মানানসই হবে।
২) সাবেকি ঘরানার চুড়ি: ঠাকুমা বা দিদিমা বা মায়ের সাবেকি ঘরানার সোনার চুড়ি থাকলে তারসঙ্গে আর নতুন চুড়ি পরার প্রয়োজন নেই। কনের সাবেকি সাজের সঙ্গে নতুন নকশার চুড়ি পরানো হলেই সেই আভিজাত্য লোপ পাবে। ফলে চুড়ির ক্ষেত্রে নতুন-পুরোনোর ফিউশন না করাই শ্রেয়।
আরও পড়ুন: Sikkim COVID update: এই করোনা আবহে সিকিম যাবেন? রইল না আর কোনও বাধা
৩) ব্যাঙ্গেলস: সাবিকায়ানা থেকে বেরিয়ে একেবারেই নতুন লুক আনতে চান বিয়ের দিন। তবে আপনার প্রয়োজন নতুন ধরণের ব্যাঙ্গেলস। তা চুড়ির মতোও হতে পারে, বা চেনের মধ্যে নকশা কাটা, বা ফোল্ডিং। তবে নকশা হবে একেবারেই সাদামাটা, ছোট্ট ফুল করা বা পাথর বসানো। তাতেই বিয়ের দিন সবার মাঝে নজর কাড়বেন আপনি।