Couple Fashion: ছবিই যখন বলে দেয় সম্পর্কের রসায়ন, Couple Goals- এর জন্য কীভাবে বাছাই করবেন পোশাক?
Fashion Tips: দুজনে মিক্স অ্যান্ড ম্যাচ করে পোশাক পরলে দেখতে যেমন ভাল লাগে তেমনই ভাল ছবিও আসে।
ফ্যাশনিস্তা হিসেবে নামডাক রয়েছে তিথির। নিজের কাজের পাশাপাশি বেশ কিছু মডেলিং অ্যাসাইমেন্টেও কাজ করেছে। এছাড়াও ফ্যাশান, পেশাক, সাজগোজ নিয়ে নানা রকম ভাবনা ওর মাথায় চলতেই থাকে। তাই অর্কর সঙ্গে প্রথম আলাপ-পর্বে তিথির একটু রাগই হয়েছিল। কারণ টি-শার্ট আর ট্রাউজার্সের রঙে এক অদ্ভুত সংমিশ্রণ। পরের দিন সেই রাগ আরও সপ্তমে চড়ল যখন বাড়ির পোশাকেই অর্ক তার বন্ধুদের সঙ্গে দেখা করতে এল। টিপটপ, নাক কোঁচকানো আর ‘Photoalcoholic’-হিসেবে বন্ধুমহলে নামডাক রয়েছে তিথির। রাগের চোটে সেদিন অর্কর সঙ্গে কোনও ছবিই সে তোলেনি। আর এর কারণ যে অর্কর সেইদিনের আউটফিট, সেটা বুঝতে বুঝতেই ৭ দিন চলে গেল। দোষটা অর্কর একার নয়। মেয়েরা তাদের পোশাক, ফ্যাশান নিয়ে যতটা সচেতন ছেলেরা কিন্তু ততটাও নয়।
এক্ষেত্রে মেয়েদেরই দায়িত্ব তাকে গড়েপিটে নেওয়া। তবে সব ছেলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। কেমন পোশাকে আমাকে মানাবে বা কোথায় কী রকম পোশাক নির্বাচন করা উচিত তা যে কোনও মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। সম্পর্ক টিকিয়ে রাখতে যখন স্বামী-স্ত্রীয়ের ভূমিকা রয়েছে তখন পোশাকের ক্ষেত্রেও না হয় এই মিলমিশ হল। এতে দুজনকেই দেখতে ভাল লাগবে নিঃসন্দেহে, সঙ্গে এই ‘Perfect Couple Goals’-এর তারিফ করবেন সকলেই। রিধিমা-গৌরব, নীল-তৃণা থেকে শুরু করে গৌরব-দেবলীনা… পছন্দের তারকাদের ‘Couple Photo’-তে মুগ্ধ ফ্যানেরা। এই ৬ সেলেবেরই ইন্সটাগ্রাম জোড়া কাপল ছবি। কোথাও ঘুরতে গেলে কিংবা কোনও ফটোশ্যুটে তাঁদের পোশাক নির্বাচন কিন্তু তারিফ করার মত। পোশাকের রং, ফ্যাশন আর অভিব্যক্তিই বলে দেয় তাঁদের বন্ধন কতখানি দৃঢ়। সেই সঙ্গে পোশাক আর ফ্যাশান প্রভাব ফেলে মানসিকতাতেও।
এই প্রজন্মের কাছে ‘Hot Couple’-এর তালিকায় একেবারে উপরের দিকে আছেন নীল-তৃণা জুটি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ফ্যান ফলোইং রীতিমতো চোখধাঁধানো। একসঙ্গে মজার রিল থেকে ফটোশ্যুট- রোজ নতুন কিছু না কিছু ভক্তদের জন্য শেয়ার করেন তাঁরা। সঙ্গে পোশাকেও থাকে দারুণ Twinning। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে যেমন দুজনে সেজে ওঠেন তেমনই স্টাইলিং ও করেন সাযুজ্য রাখেন। তা সে ঘুরতে যাওয়ার ছবি হোক বা স্যুইমিং পুল- দুজনের পোশাকের মধ্যে দারণ একটা মিল দেখা যায়।
তেমনই রিধিমা-গৌরব। রিধিমার সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে আছে এরকম অসংখ্য Couple Goals। ইন্ডিয়ান, ওয়েস্টার্ন নানা পোশাকে যেমন তাঁদের দেখা গিয়েছে তেমনই তাঁদের মধ্যেকার সম্পর্ক, মুডও ধরা পড়েছে ছবিতে। রিধিমার হাঁটুঝুল স্ট্রাইপ ড্রেসের সঙ্গে মিলিয়ে গৌরব পরেছেন কলমকালি হাফ শার্ট আর ডেনিম শর্টস। পায়ে অবশ্য দুজনেরই সাদা স্নিকার্স। তেমনই রিধিমার সাদা সালোয়ার আর লালচে ওড়নার সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবী পরেছেন গৌরব।
বিয়ের আগে প্রি-ওয়েডিং ফটোশ্যুট এখন ট্রেন্ডিং। ফটোশ্যুটের আগে পোশাক নির্বাচন করতে গিয়ে অনেক যুগলেরই কালঘাম ছুটে যায়। তাই প্রিয় তারকাদের থেকে টিপস নিতে পারেন আপনিও। ছবিই বলে দেবে আপনাদের রসায়ন।