সানি লিওনি- ‘বেবি ডল’ মালাই চাপের প্রেমে পড়েছেন খোদ সানি! হাসির রোল নেটপাড়ায়
ফের একবার ইন্টারনেটে ভাইরাল হল দিল্লির এক রেস্তোরাঁ! কাবাবের পর এবার চাপের মেনুর তালিকায় যোগ হল সানি লিওনির নাম। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে মজার মিমও। আপাতত বিক্রম ভাটের পরবর্তী সিনেমা সেরু-তে দেখা যাবে এই নায়িকাকে।
দোকানের হোর্ডিংয়ে, কসমেটিক্সের বিজ্ঞাপনে, প্রসাধনী বিজ্ঞাপনে কিংবা হোটেল বা আবাসনের হোর্ডিংয়ে বলিউডের তারকাদের মডেল হিসেবে ব্যবহার করতে দেখা যায়। এমনকি রেস্তোরাঁয় মেনু থেকে শুরু করে নানারকম পদেরও নামকরণ হয় এই সেলেবদের নামে। মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় সেলেবদের নামে বিভিন্ন সুস্বাদু পদের নামকরণ করেন মালিকরা। তেমনিটিই ঘটেছে সানি লিওনির ক্ষেত্রেও। তবে এই রেস্তোরাঁর মেনুর তালিকায় শুধু সানি নিজে নয়, রয়েছে মিয়া খালিফার নামও। সানি লিওনির লিপে বিখ্যাত গান বেবি ডল দিয়েও রয়েছে পদের নাম!
সম্প্রতি দিল্লির একটি রেস্তোরাঁর মেনু তালিকার ছবি শেয়ার করেছেন বলিউডের আইটেম গার্ল সানি লিওনি। ছবিতে দেখা গিয়েছে, রেস্তোরাঁর নাম সিংস ভেজ গ্রিল মালাই চাপওয়ালে। দোকানের নেমপ্লেটেই রয়েছে মেনুর তালিকা। সেখানেই লেখা রয়েছে, সানি লিওনি চাপ, বেবি ডল চাপ, মিয়া খালিফা চাপ! আর এই ছবি নিয়েই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: চট করে বানানো মুখরোচক চাট, খেলেই ঝরবে ওজন!
প্রসঙ্গত, সানি বা মিয়াকে নিয়ে পোস্টার বা হোর্ডিং বানানো কোনও নতুন ঘটনা নয় এর আগেও রাজনৈতিক ও দোকানের নেমপ্লেটে সানি লিওনির নাম জড়িয়েছিল এবং সেই নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। এক্ষেত্রে অবশ্য অন্য ঘটনা। কোনও মেনুতে সানি লিওনির নাম, কিংবা মিয়া খালিফার নাম জড়ানো বেশ রসিকতার সামিল তাও আবার চাটের নামকরণে! হিউমার থাকলেও বিষয়টি বেশ চটকদারও বটে। তবে এ নিয়ে বেশি ভাবতে নারাজ এই পঞ্জাবি অভিনেত্রী।