Venice: ভেনিসে ভাসছে বিশালাকার একটি বেহালা! চলছে সাত সুরের আসর!
এই ভাসমান বাদ্যযন্ত্রের মাস্টারপিস তৈরি করতে নির্মাতাকে কয়েকমাস সময় ব্যয় করতে হয়েছে। দৈর্ঘ্যে ১২ মিটার, প্রস্থে ৪ মিটার এই বাদ্যযন্ত্রটি গত সপ্তাহেই ভেনিসের জলে প্রথমবারের মতো চালু করা হয়।
প্য়ারিস বা ভেনিস, অধিকাংশের স্বপ্নের গন্তব্যস্থল। যদি এবছরেই ভেনিস ভ্রমণের সুযোগ থাকে তাহলে তো কোনও কথাই নেই। সেখানে যদি ভেনিসের জলপথে একটি বিশাল বেহালার আকৃতির নৌকা ভ্রমণ করতে চোখে পড়ে, তাহলে আঁতকে উঠার কোনও কারণ নেই। কারণ পর্যটক শিল্পের ওই বিশালাকৃতি বেহালা এখন অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি ভেনিসে সকলের দৃষ্টি আকর্ষণ করতে ভাসমান সঙ্গীতের ব্যবস্থা করেছে। ওই বিশালাকার বেহালায় শিল্পীরা বাদ্যযন্ত্র বাজিয়ে গোটা ভেনি, ঘুরে বেড়াচ্ছেন। অ্য়াকাদেমী ব্রিজের কাছে ওই বেহালা সদৃশ বোটটি নোঙর করা থাকে। প্রসঙ্গত, এই অভিনব ও আকর্ষণীয় ব্যবস্থার মূল মাথা হলেন শিল্পী ও ভাস্বর লিভিও দে মারচি।
এই ভাসমান বাদ্যযন্ত্রের মাস্টারপিস তৈরি করতে নির্মাতাকে কয়েকমাস সময় ব্যয় করতে হয়েছে। দৈর্ঘ্যে ১২ মিটার, প্রস্থে ৪ মিটার এই বাদ্যযন্ত্রটি গত সপ্তাহেই ভেনিসের জলে প্রথমবারের মতো চালু করা হয়। বোটটি নাম রাখা হয়েছে, Noah’s Violin। কোভিড অতিমারির মধ্যে এই বোটটি আশার বার্তা ছড়িয়ে দিতেই এই অভিনব ব্যবস্থা করা হয়েছে।
È un omaggio alle vittime del Covid e un auspicio per la ripartenza post pandemica di Venezia "Il violino di Noè": la scultura-imbarcazione a forma di violino, in legno e acciaio, opera dell'artista Livio De Marchi oggi debutta con una sfilata in Canal Grande pic.twitter.com/uaN9N2fIv8
— Comune di Venezia (@comunevenezia) September 18, 2021
ভেনিস নদীতে এই ভাসমান মিউজিক্যাল কনসার্ট সমস্ত ভেনিস থেকেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই যাত্রা শেষ হয় স্যালুট গির্জায়। শহরের একটি গুরুত্বপূর্ণ ও আইকনিক বিল্ডিং। ১৬৩০ সালে ভেনিস মারাত্মক প্লেগ রোগে আক্রান্ত হয়।, সেই মহামারি থেকে রক্ষা করার জন্য ভার্জিন মেরিকে উপহার হিসেবে তৈরি করা হয়েছিল।
ন্যাশানাল কনফেডারেশন অফ আর্টিসানস-এর ভেনিস শাখার পরিচালক রবের্তো পালাদিনি জানিয়েছেন,’ শহরের সমস্ত কারিগরকে সমর্থন করা ও দৃষ্টি আকর্ষণের জন্য ভেনিসকে একটি জীবন্ত শহর হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আর এটাই একমাত্র উপায়।’
বোটের সেলিস্ট বা বেহালাবাদক তিজিয়ানা গ্যাসপারোনি জানিয়েছেন, একজন ভেনিসবাসী ও একজন সঙ্গীতশিল্পী হিসেবে এটিই জীবনের সবচেয়ে অন্যতম অভিজ্ঞতা। অন্যদিকে, সঙ্গীতের সঙ্গে এই প্রাচীন ও সুন্দর শহরের একটি ঐতিহাসিক সংযোগ রয়েছে। ফলে এই ভাসমান শিল্পকর্ম প্রকল্পকে সমর্থন করেছে ভেনিস ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম।
আরও পড়ুন: Travel: ভারতের কোথায় গেলে ঘোড়ায় চড়া মাস্ট! দেখুন ছবিতে…