Bhutan Free Travel: ৮ দিনের ভুটান ট্রিপ? মাত্র ৪ দিনের টাকায় ঘুরতে পারবেন
Travel News: আপনি যত বেশিদিন ভুটানে কাটাবেন, আপনাকে তত কম টাকা খরচ করতে হবে। অর্থাৎ আপনি যদি ১৮ দিন কাটাতে চান ভুটানে, তাহলে আপনি মাত্র ১২ দিনের টাকা পেমেন্ট করতে হবে। পর্যটন শিল্পকে চাঙ্গা করতে কম খরচে ভুটান ভ্রমণের নয়া নিয়ম চালু করেছে সে দেশের সরকার।
সাধারণত ভারতীয়রা কম খরচে বিদেশ যাত্রার জন্য ভুটানকে বেছে নেয়। বিশেষত, বাঙালিদের মধ্যে ভুটান ভ্রমণের চাহিদা বেশি। এবার আরও কম খরচে আপনি ভুটান বেড়াতে যেতে পারবেন। কিন্তু শর্ত একটাই। আপনাকে সেখানে বেশি রাত কাটাতে হবে। সাধারণত ৭ দিনের ট্রিপ হয় ভুটান। কিন্তু আপনি যদি সে দেশের হোটেলে ৮ দিন রাত্রিযাপন করেন, আপনাকে শুধু ৪ দিনের হোটেল ভাড়া গুনতে হবে। বাকি ৪ দিনের হোটেল ভাড়া সম্পূর্ণরূপে ফ্রি।
কোভিডকালে মুখ থুবড়ে পড়েছিল প্রতিটা দেশের পর্যটন ব্যবস্থা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার মাথা জাগিয়েছিল পর্যটন শিল্প। ঘরবন্দি থাকার পর মানুষ স্বাধীনতার স্বাদ পেতে পাড়ি দিচ্ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কিন্তু ভুটানের পর্যটন ব্যবস্থা সেই অর্থে ঘুরে দাঁড়াতে পারেনি। তাই পর্যটন শিল্পকে চাঙ্গা করতে কম খরচে ভুটান ভ্রমণের নয়া নিয়ম চালু করেছে সে দেশের সরকার।
ভুটান বেড়াতে গেলে, বেশ কিছু জায়গায় ভ্রমণের জন্য পর্যটকদের অর্থ প্রদান করতে হয়। যেমন পর্যটন কেন্দ্রে প্রবেশের টিকিট, গাড়ি ভাড়া ইত্যাদি। ভ্রমণের পথে যাতে কোনও বাধা না তৈরি হয় এবং এসব ফিগুলো সহজেই এড়ানো যায়, তাই চালু করা হয়েছে নতুন নিয়ম। আপনি যত বেশিদিন ভুটানে কাটাবেন, আপনাকে তত কম টাকা খরচ করতে হবে। অর্থাৎ আপনি যদি ১৮ দিন কাটাতে চান ভুটানে, তাহলে আপনি মাত্র ১২ দিনের টাকা পেমেন্ট করতে হবে।
কোভিডের পর পর্যটকদের জন্য যখন প্রথম ভুটানের দরজা খোলে, কিছু উন্নয়ন ফি ধার্য করা হত। কোভিডের আগে প্রতি রাতের জন্য সেই উন্নয়ন ফি ছিল ৬৫ মার্কিন ডলার। কিন্তু কোভিডের পর সেই উন্নয়ন ফি হয়ে গিয়েছিল ২০০ মার্কিন ডলার। এরপরই ভুটানের পর্যটন শিল্পে আবার ভাঁটা পড়ে। তাই পরিস্থিতি সামাল দিচ্ছে ভুটান সরকার। বেশিদিন থাকলে আপনাকে কম টাকা ব্যয় করতে হবে।
আশা করা হচ্ছে, ভুটানে অধিক দিন এবং বিনামূল্যে রাত্রিবাসে সুযোগ পেলে পর্যটকদের সংখ্যা বাড়বে। এতে ভুটানের পর্যটন শিল্প আবার মাথা তুলে দাঁড়াবে। কিন্তু চাইলেই ভারতীয় পর্যটকেরা এই সুবিধা পাবেন না। আপনাকে মানতে হবে একটা ছোট্ট শর্ত। ভুটান বেড়াতে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে ডলারে। ভারতীয় মুদ্রায় পেমেন্ট করলে আপনি বিনামূল্যে বেশি দিন ভুটান ভ্রমণের সুযোগ পাবেন না। একমাত্র ডলারে পেমেন্ট করলেই এই সুবিধা মিলবে।