গনেশ টকির কাছে রবীন্দ্র সরণির বিশ্বকর্মা ভাণ্ডার অ্যান্ড কোং। একটা শতাব্দী ধরে বাঙলির অস্ত্রশস্ত্রের যোগান দিয়ে আসছে। ছুরি, বঁটি, দা, কাটারি থেকে সেফস নাইফ, বুচার্স নাইফ বা স্নিফিং নাইফ থেকে রঙ মেশানোর ছুরি... কি নেই এখানে! আছে পুজোয় ব্যবহারের জন্য খড়গও। কৃষি, গৃহস্থলি, রান্নাবান্না থেকে কারিগরি যন্ত্রপাতি নিয়ে এক বিশাল অস্ত্রের সম্ভার। ১৯০৯-এ হরিপদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন এই বিশ্বকর্মা ভাণ্ডার। তারপর চার প্রজন্ম ধরে শানিত ক্ষুরধার তাঁদের ট্র্যাক রেকর্ড। দেখে নিই কী-কী পাওয়া যায় এই দোকানে।