Skin care: হেঁশেলে থাকা টকদই দিয়েই বানিয়ে ফেলুন এই ৫ ঘরোয়া ফেসপ্যাক

Homemade face pack: টকদই যেমন শরীরের জন্য ভালো তেমনই ত্বকের জন্যেও (Skin care) খুব উপকারী। টকদই ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখে। সেই সঙ্গে মুখের কালো দাগ দূর করতেও ভীষণ উপকারী।

| Edited By: | Updated on: Nov 20, 2021 | 1:27 PM
টকদই যেমন শরীরের জন্য ভালো তেমনই ত্বকের জন্যেও (Skin care) খুব উপকারী। টকদই ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখে। সেই সঙ্গে মুখের কালো দাগ দূর করতেও ভীষণ উপকারী। শীতে অনেকেরই মুখে ট্যান পড়ে। আর এই ট্যানের মূল কারণ হল ময়েশ্চারাইজার। আর তাই দই দিয়েই বাড়িতে বানিয়ে নিন এই কয়েকটি ফেসপ্যাক। টকদই, চিনি আর এক চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি কিছুক্ষণ মুখে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

টকদই যেমন শরীরের জন্য ভালো তেমনই ত্বকের জন্যেও (Skin care) খুব উপকারী। টকদই ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখে। সেই সঙ্গে মুখের কালো দাগ দূর করতেও ভীষণ উপকারী। শীতে অনেকেরই মুখে ট্যান পড়ে। আর এই ট্যানের মূল কারণ হল ময়েশ্চারাইজার। আর তাই দই দিয়েই বাড়িতে বানিয়ে নিন এই কয়েকটি ফেসপ্যাক। টকদই, চিনি আর এক চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি কিছুক্ষণ মুখে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

1 / 5
একচামচ দই আর কফি পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এবার মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

একচামচ দই আর কফি পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এবার মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

2 / 5
কাঁচা হলুদ বাটা, চিনি, বেসন, চালের গুঁড়ো আর টকদই একসঙ্গে মিশিয়ে নিন। এবার মুখ, ঘাড়ে, হাতে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার ইষদুষ্ণ গরম জলে মুখ ভালো করে ধুয়ে নিন।

কাঁচা হলুদ বাটা, চিনি, বেসন, চালের গুঁড়ো আর টকদই একসঙ্গে মিশিয়ে নিন। এবার মুখ, ঘাড়ে, হাতে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার ইষদুষ্ণ গরম জলে মুখ ভালো করে ধুয়ে নিন।

3 / 5
সব ত্বকের জন্য বেসন খুব ভাল। আর যাঁদের ত্বক মিশ্র প্রকৃতির তাঁদের ক্ষেত্রে এই প্যাক আরও ভালো কাজ করে। প্রতিদিন বেসন আর টকদই একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগালে ত্বক খুব ভাল থাকে, নরম থাকে।

সব ত্বকের জন্য বেসন খুব ভাল। আর যাঁদের ত্বক মিশ্র প্রকৃতির তাঁদের ক্ষেত্রে এই প্যাক আরও ভালো কাজ করে। প্রতিদিন বেসন আর টকদই একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগালে ত্বক খুব ভাল থাকে, নরম থাকে।

4 / 5
 ওটস এখন সবার বাড়িতেই থাকে। ওটসের সঙ্গে টকদই, মধু আর বেসন একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। শীতকালে এই ফেসপ্যাক খুব ভাল কাজে দেয়।

ওটস এখন সবার বাড়িতেই থাকে। ওটসের সঙ্গে টকদই, মধু আর বেসন একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। শীতকালে এই ফেসপ্যাক খুব ভাল কাজে দেয়।

5 / 5
Follow Us: