AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vitamin C Serum: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে ভিটামিন সি-তেই, দেখে নিন কী ভাবে বাড়িতে বানাবেন এই সিরাম

Serum Benefits: শরীর আর ত্বকের জন্য খুব ভাল ভিটামিন সি। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ভিটামিন সি। তেমনই ত্বক সুস্থ আর সতেজ রাখতে ভূমিকা রয়েছে কোলাজেনের।

| Edited By: | Updated on: Nov 20, 2021 | 1:56 PM
Share
বয়সের সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন উৎপাদন কমে যায়। ত্বকের বলিরেখা, দাগ-ছোপ কমাতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে ভিটামিন সি। স্নান করে ভিটামিন সি সিরাম যদি রোজ মুখে লাগাতে পারেন তাহলে মুখ থাকে খুব ভালো। এখন বাজারে প্রচুর ভিটামিন সি সিরাম পাওয়া যায়। পছন্দসই একটা কিনে নিতেও পারেন। তবে বানিয়ে নিতে পারেন বাড়িতেও।

বয়সের সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন উৎপাদন কমে যায়। ত্বকের বলিরেখা, দাগ-ছোপ কমাতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে ভিটামিন সি। স্নান করে ভিটামিন সি সিরাম যদি রোজ মুখে লাগাতে পারেন তাহলে মুখ থাকে খুব ভালো। এখন বাজারে প্রচুর ভিটামিন সি সিরাম পাওয়া যায়। পছন্দসই একটা কিনে নিতেও পারেন। তবে বানিয়ে নিতে পারেন বাড়িতেও।

1 / 5
অ্যাসকরবিক অ্যাসিড কিংবা ভিটামিন সি ট্যাবলেট দুটো ভালো করে গুঁড়ো করে নিন। এবার ওর সঙ্গে এক চামচ গ্লিসারিন আর একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। প্রয়োজনে ১/৪ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার একটা কাঁচের শিশিতে মিশ্রণটি ভরে রাখুন। ড্রপার দেওয়া কিছু পেলে আরও ভালো।

অ্যাসকরবিক অ্যাসিড কিংবা ভিটামিন সি ট্যাবলেট দুটো ভালো করে গুঁড়ো করে নিন। এবার ওর সঙ্গে এক চামচ গ্লিসারিন আর একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। প্রয়োজনে ১/৪ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার একটা কাঁচের শিশিতে মিশ্রণটি ভরে রাখুন। ড্রপার দেওয়া কিছু পেলে আরও ভালো।

2 / 5
ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে একটা কাঁচের বোতলে রেখে দিন। এবার এর সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার একটা ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই মেশান। সব ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে অন্ধকার ঘরে রেখে দিন। এবার এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন।

ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে একটা কাঁচের বোতলে রেখে দিন। এবার এর সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার একটা ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই মেশান। সব ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে অন্ধকার ঘরে রেখে দিন। এবার এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন।

3 / 5
বাড়িতে বানানো সিরাম কিন্তু এক সপ্তাহের বেশি ব্যবহার করবেন না। সব সময় সিরাম ফ্রিজে রাখবেন। মুখ ভালো করে ধুয়ে তবেই সিরাম লাগান। তার আগে অবশ্যই একবার দেখে নেবেন মুখে কোনও জ্বালাভাব আছে কিনা।

বাড়িতে বানানো সিরাম কিন্তু এক সপ্তাহের বেশি ব্যবহার করবেন না। সব সময় সিরাম ফ্রিজে রাখবেন। মুখ ভালো করে ধুয়ে তবেই সিরাম লাগান। তার আগে অবশ্যই একবার দেখে নেবেন মুখে কোনও জ্বালাভাব আছে কিনা।

4 / 5
যদি রাতে সিরাম লাগান তাহলে তার আগে মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর মুখে টোনার লাগিয়ে তারপর সিরাম লাগান। ৫ মিনিট রেখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে ত্বক থাকবে ভালো।

যদি রাতে সিরাম লাগান তাহলে তার আগে মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর মুখে টোনার লাগিয়ে তারপর সিরাম লাগান। ৫ মিনিট রেখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে ত্বক থাকবে ভালো।

5 / 5