কেরালা:
মুন্নার, আলাপুঝা, ওয়ানাদ, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, কোভালাম বিচ, ভারকালা বিচ, আথিরাপিলি ওয়াটার ফলস, শ্রী পদ্মনাভস্বামী মন্দির, মাত্তানচেরি প্যালেস, এডাক্কাল গুহা, চেরাই বিচ এবং নীরব ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে বন্ধুদের সঙ্গে গিয়ে প্রকৃতির মধ্যে সময় কাটাতে ভিন্ন জিনিস করতে পারবেন। যেমন, ট্রিহাউসে থাকা, প্যারাসেইলিং, প্যারাগ্লাইডিং, ট্রেকিং, কায়াকিং, ওয়াইল্ডলাইফ সাফারি, স্নরকেলিং, স্কুবা ডাইভিং এবং বাঁশের রাফটিং।