Work from Mountains: অনেক হল ওয়ার্ক ফ্রম হোম, এবার ল্যাপটপ নিয়ে চলে যান পাহাড়ের কোলে

করোনার আবির্ভাবে এখন অফিসটাও হয়ে গেছে বাড়িতে। কিন্ত কতদিনই ভাবে এভাবে বাড়িতে বসে থাকা যায়! অন্যদিকে বস ছুটি দিতে নারাজ। আর বেড়াতে গিয়ে কাজ করার ভাবলেই মনে হয়, সেখানে ইন্টারনেট, বিদ্যুৎ এই সব থাকবে কি! তাই আমরা আপনার জন্য নিয়ে এসেছি এমন জায়গার খোঁজ যেখান থেকে আপনি অনাহাসে অফিসের কাজ করতে পারবেন। উপরন্ত ওয়ার্ক‌ ফ্রম মাউন্টেন!

| Edited By: | Updated on: Oct 24, 2021 | 4:27 PM
ধর্মশালা: হিমাচলের ধর্মশালা হতে পারে আপনার পরবর্তী ওয়ার্কস্টেশন।

ধর্মশালা: হিমাচলের ধর্মশালা হতে পারে আপনার পরবর্তী ওয়ার্কস্টেশন।

1 / 7
চামবা: হিমাচল প্রদেশের আরেকটি জায়গা হল চামবা। এখানে প্রচুর হোম স্টে রয়েছে, সুতরাং সহজেই এখানে বসে অফিসের কাজ করতে পারবেন আপনি।

চামবা: হিমাচল প্রদেশের আরেকটি জায়গা হল চামবা। এখানে প্রচুর হোম স্টে রয়েছে, সুতরাং সহজেই এখানে বসে অফিসের কাজ করতে পারবেন আপনি।

2 / 7
নৈনিতাল: লেকের ধারে বসে গরম কফিতে চুমুক দিয়ে মিটিং গুলো সেরে ফেলতে পারেন কিন্তু।

নৈনিতাল: লেকের ধারে বসে গরম কফিতে চুমুক দিয়ে মিটিং গুলো সেরে ফেলতে পারেন কিন্তু।

3 / 7
কুলু: স্বাস্থ্যকর খাদ্য আর থাকার জায়গা দুটোই এখানে সহজলভ্য। তার সঙ্গে পাহাড়ের সৌন্দর্য, এর থেকে ভাল জায়গা আপনি পাবেন না।

কুলু: স্বাস্থ্যকর খাদ্য আর থাকার জায়গা দুটোই এখানে সহজলভ্য। তার সঙ্গে পাহাড়ের সৌন্দর্য, এর থেকে ভাল জায়গা আপনি পাবেন না।

4 / 7
ঋষিকেশ: সকালে করুন অ্যাডভেঞ্জার আর রাতে করুন অফিস। নদী ধারে ক্যাম্পে বসে যত ইচ্ছা কাজ করুন।

ঋষিকেশ: সকালে করুন অ্যাডভেঞ্জার আর রাতে করুন অফিস। নদী ধারে ক্যাম্পে বসে যত ইচ্ছা কাজ করুন।

5 / 7
কুর্গ‌: দক্ষিণ ভারত বেড়াতে যেতে চান? কুর্গ‌ হবে আপনার সেটা ওয়ার্ক স্টেশন। চা বাগানের রিসোর্টের মধ্যে ল্যাপটপ নিয়ে বসে থাকতে পারেন সারাদিন।

কুর্গ‌: দক্ষিণ ভারত বেড়াতে যেতে চান? কুর্গ‌ হবে আপনার সেটা ওয়ার্ক স্টেশন। চা বাগানের রিসোর্টের মধ্যে ল্যাপটপ নিয়ে বসে থাকতে পারেন সারাদিন।

6 / 7
ওয়ানাদ: ওয়ার্ক ফ্রম মাউন্টেনের আরেকটি জায়গা হল ওয়ানাদ। পাহাড় হোক বা ঝর্ণা সব কিছুই পাবেন এই ডেস্টিনেশনে।

ওয়ানাদ: ওয়ার্ক ফ্রম মাউন্টেনের আরেকটি জায়গা হল ওয়ানাদ। পাহাড় হোক বা ঝর্ণা সব কিছুই পাবেন এই ডেস্টিনেশনে।

7 / 7
Follow Us: