রূপচর্চায় আজও নারকেল তেলের বিকল্প পাওয়া যায় না। ত্বক ও চুলের জন্য এখনও বেশিভাগ মানুষই নারকেল তেলের উপর ভরসা রাখেন। রোজের রূপচর্চার তালিকায় যদি নারকেল তেল রাখেন তাহলে ত্বক কিংবা চুল নিয়ে কোনও সমস্যাই আর থাকবে না।
রোজ স্নানের আগে নারকেল তেল মাখুন। নারকেল তেল সামান্য গরম করে নিয়ে গা-হাত-পায়ে মাখুন। এতে ত্বক কোমল হবে। পাশাপাশি ত্বকে র্যাশ, চুলকানি, প্রদাহের সমস্যা কমে যাবে। নারকেল তেল আপনার ত্বক ময়েশ্চারাইজারের কাজ করবে।
ঠোঁট ও চোখের যত্নে নারকেল তেলের জুড়ি মেলা ভার। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আঙুলের ডগায় সামান্য নারকেল তেল নিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। এতে ঠোঁট ফাটার সমস্যা কমে যাবে। পাশাপাশি ঠোঁট কোমল থাকবে।
একইভাবে, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশের অংশে নারকেল তেল লাগান। আঙুলের ডগায় সামান্য নারকেল তেল নিয়ে চোখের চারপাশের অংশে মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন উন্নত হবে এবং ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে।
শীতকাল আসতে এখনও মাসখানেকের উপর বাকি। কিন্তু এখনই ত্বক ধীরে ধীরে আর্দ্রতা হারাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আপনি নারকেল তেলের সঙ্গে গ্লিসারিন, গোলাপ জল এবং পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে বডি লোশন হিসেবে ব্যবহার করতে পারেন।
স্নানের আগে নারকেল তেলকে হালকা গরম করে স্ক্যাল্পে ও চুলে মালিশ করুন। এরপর মাথায় ঈষদুষ্ণ জলে তোয়ালে ভিজিয়ে মিনিট কুড়ি জড়িয়ে রাখুন। এরপর স্নান করে নিন। এই পদ্ধতিটি আপনার চুলের স্বাস্থ্য গঠনে সাহায্য করবে।