AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

5G Service: নয়া দিগন্ত টেলিকম পরিষেবার, যাত্রা শুরুর বছরেই কতটা জাল বিছিয়ে দিল ৫জি পরিষেবা?

5G Service in India: সম্প্রতিই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানান, ২০২৩ সালের শেষভাগের মধ্যেই গোটা দেশে ৫জি পরিষেবা চালু হয়ে যাবে।

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 6:38 PM
Share
প্রযুক্তিক্ষেত্রে নয়া দিগন্ত পেল দেশ। ভারতে চালু হল ৫জি পরিষেবা।  বিগত ৫ বছর ধরে প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের পর চলতি বছরের ১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হল ৫জি পরিষেবা।

প্রযুক্তিক্ষেত্রে নয়া দিগন্ত পেল দেশ। ভারতে চালু হল ৫জি পরিষেবা। বিগত ৫ বছর ধরে প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের পর চলতি বছরের ১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হল ৫জি পরিষেবা।

1 / 6
প্রথম ধাপে দিল্লি, আহমেদাবাদ,বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, গান্ধীনগর, গুরুগ্রাম এবং হায়দরাবাদে ৫জি পরিষেবা চালু করা হয়। এক মাসের মধ্যেই মুম্বই, শিলিগুড়ি সহ একাধিক শহরেও ট্রায়াল রান শুরু হয়।

প্রথম ধাপে দিল্লি, আহমেদাবাদ,বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, গান্ধীনগর, গুরুগ্রাম এবং হায়দরাবাদে ৫জি পরিষেবা চালু করা হয়। এক মাসের মধ্যেই মুম্বই, শিলিগুড়ি সহ একাধিক শহরেও ট্রায়াল রান শুরু হয়।

2 / 6
৫জি স্প্রেকট্রাম নিলামে ৮৮ হাজার কোটি টাকা দিয়ে সর্বোচ্চ স্প্রেকট্রাম কিনেছিল রিলায়েন্স জিয়ো। কথা ছিল দীপাবলির আগেই দিল্লি-মুম্বই-কলকাতার মতো মেট্রো শহরগুলিতে ৫জি পরিষেবা চালু হবে।

৫জি স্প্রেকট্রাম নিলামে ৮৮ হাজার কোটি টাকা দিয়ে সর্বোচ্চ স্প্রেকট্রাম কিনেছিল রিলায়েন্স জিয়ো। কথা ছিল দীপাবলির আগেই দিল্লি-মুম্বই-কলকাতার মতো মেট্রো শহরগুলিতে ৫জি পরিষেবা চালু হবে।

3 / 6
কিন্তু জিয়োকে টপকে প্রথম ৫জি পরিষেবা চালু করে ভারতী এয়ারটেল। বর্তমানে দিল্লি, বারাণসী, নাগপুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই এবং শিলিগুড়ি মিলিয়ে ৬টি শহরে এয়ারটেল ৫জি পরিষেবা চালু করেছে।

কিন্তু জিয়োকে টপকে প্রথম ৫জি পরিষেবা চালু করে ভারতী এয়ারটেল। বর্তমানে দিল্লি, বারাণসী, নাগপুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই এবং শিলিগুড়ি মিলিয়ে ৬টি শহরে এয়ারটেল ৫জি পরিষেবা চালু করেছে।

4 / 6
সম্প্রতিই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানান, ২০২৩ সালের শেষভাগের মধ্যেই গোটা দেশে ৫জি পরিষেবা চালু হয়ে যাবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই দেশের ২০০টি শহরে ৫জি পরিষেবা চালু করা হবে। এরপরে গ্রামীণ অঞ্চলগুলিতেও ধীরে ধীরে ৫জি পরিষেবা চালু করা হবে বলে জানান তিনি।

সম্প্রতিই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানান, ২০২৩ সালের শেষভাগের মধ্যেই গোটা দেশে ৫জি পরিষেবা চালু হয়ে যাবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই দেশের ২০০টি শহরে ৫জি পরিষেবা চালু করা হবে। এরপরে গ্রামীণ অঞ্চলগুলিতেও ধীরে ধীরে ৫জি পরিষেবা চালু করা হবে বলে জানান তিনি।

5 / 6
৫জি পরিষেবা পাওয়ার জন্য ফোন ৫জি হওয়া প্রয়োজন। অনেকগুলি ইন্টিগ্রেটেড ফোনও রয়েছে, যেখানে সফটওয়্যার আপডেট করে ৫জি পরিষেবা ব্যবহার করা যাবে। বর্তমানে এয়ারটেল ও জিয়ো যে ৫জি পরিষেবা দিচ্ছে, তাতে সিম পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। ৪জি সিমেই মিলছে ৫জি-র গতি।

৫জি পরিষেবা পাওয়ার জন্য ফোন ৫জি হওয়া প্রয়োজন। অনেকগুলি ইন্টিগ্রেটেড ফোনও রয়েছে, যেখানে সফটওয়্যার আপডেট করে ৫জি পরিষেবা ব্যবহার করা যাবে। বর্তমানে এয়ারটেল ও জিয়ো যে ৫জি পরিষেবা দিচ্ছে, তাতে সিম পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। ৪জি সিমেই মিলছে ৫জি-র গতি।

6 / 6