Eye-Makeup: আইশ্যাডো পরার সময় যে বিষয়গুলি মাথা রেখে চলবেন…

How to apply eyeshadow: অ্যাইশ্যাডো পরতে গিয়ে নানা ঝক্কি পোয়াতে হয়? তাতেও সঠিক ভাবে পরতে পারেন না অ্যাইশ্যাডো। এর জন্য কী-কী টিপস মেনে চলবেন, দেখে নিন

| Edited By: | Updated on: Feb 27, 2022 | 1:46 PM
চোখের মেকআপ শুরু করার আগে চোখের চারপাশ পরিষ্কার করে নিন। মিসেলার ওয়াটারে তুলো ভিজিয়ে চোখের চারপাশ মুছে নিন। তারপর চারপাশে আই ক্রিম লাগিয়ে পাঁচ-সাত মিনিট অপেক্ষা করুন। এরপর শুরু করুন মেকআপ করা।

চোখের মেকআপ শুরু করার আগে চোখের চারপাশ পরিষ্কার করে নিন। মিসেলার ওয়াটারে তুলো ভিজিয়ে চোখের চারপাশ মুছে নিন। তারপর চারপাশে আই ক্রিম লাগিয়ে পাঁচ-সাত মিনিট অপেক্ষা করুন। এরপর শুরু করুন মেকআপ করা।

1 / 6
আইশ্যাডো পরার আগে শুরুতেই উপরের পাতায় আই প্রাইমার লাগিয়ে নিন। প্রাইমার লাগানোর পর আপনি ফাউন্ডেশন এবং কনসিলার লাগিয়ে নিন। তারপর আইশ্যাডো পরা শুরু করুন।

আইশ্যাডো পরার আগে শুরুতেই উপরের পাতায় আই প্রাইমার লাগিয়ে নিন। প্রাইমার লাগানোর পর আপনি ফাউন্ডেশন এবং কনসিলার লাগিয়ে নিন। তারপর আইশ্যাডো পরা শুরু করুন।

2 / 6
ব্রাশ দিয়ে আইশ্যাডো পরার সময় হাতের কাছে অন্তত তিনটে ব্রাশ থাকা চাই। একটা ব্রাশ দিয়ে পরবেন, অন্য একটি দিয়ে বাড়তি শ্যাডো ঝেড়ে ফেলবেন। আর তিন নম্বর ব্রাশটি দিয়ে আইশ্যাডোটা ভাল করে ব্লেন্ড করবেন। আইশ্যাডো সঠিকভাবে ব্লেন্ড করা খুব জরুরি। যদি পাউডার আইশ্যাডো পরেম তাহলে মাঝারি থেকে বড়ো ব্রাশ ব্যবহার করুন।

ব্রাশ দিয়ে আইশ্যাডো পরার সময় হাতের কাছে অন্তত তিনটে ব্রাশ থাকা চাই। একটা ব্রাশ দিয়ে পরবেন, অন্য একটি দিয়ে বাড়তি শ্যাডো ঝেড়ে ফেলবেন। আর তিন নম্বর ব্রাশটি দিয়ে আইশ্যাডোটা ভাল করে ব্লেন্ড করবেন। আইশ্যাডো সঠিকভাবে ব্লেন্ড করা খুব জরুরি। যদি পাউডার আইশ্যাডো পরেম তাহলে মাঝারি থেকে বড়ো ব্রাশ ব্যবহার করুন।

3 / 6
স্মোকি আই মেকআপ করতে চাইলে আগে চোখের মেকআপ করে নিন। তারপর বাকি মুখের বেস তৈরি করবেন। আগে চোখের মেকআপটা করে নিলে মুখে বাড়তি আইশ্যাডো ঝরে বেস নষ্ট হবে না। সেরকম হলে আপনি চোখের মেকআপ করার সময় চোখের নীচে ডিসপোজ়েবল আই প্যাচ লাগিয়ে নিতে পারেন।

স্মোকি আই মেকআপ করতে চাইলে আগে চোখের মেকআপ করে নিন। তারপর বাকি মুখের বেস তৈরি করবেন। আগে চোখের মেকআপটা করে নিলে মুখে বাড়তি আইশ্যাডো ঝরে বেস নষ্ট হবে না। সেরকম হলে আপনি চোখের মেকআপ করার সময় চোখের নীচে ডিসপোজ়েবল আই প্যাচ লাগিয়ে নিতে পারেন।

4 / 6
আপনি কী ধরনের আইশ্যাডো পরছেন তার উপরে অনেক কিছু নির্ভর করে। ক্রিম আইশ্যাডো হলে চোখের পাতায় ব্রাশ দিয়ে ভাল করে লাগিয়ে নিন। যদি আইশ্যাডোর অভ্যাস না থাকে তাহলে ব্রাশের বদলে আঙুল দিয়ে আইশ্যাডো লাগিয়ে নিন। তারপর পরিষ্কার ব্রাশ বা অন্য আঙুল দিয়ে বাড়তি রংটুকু মুছে ফেলুন।

আপনি কী ধরনের আইশ্যাডো পরছেন তার উপরে অনেক কিছু নির্ভর করে। ক্রিম আইশ্যাডো হলে চোখের পাতায় ব্রাশ দিয়ে ভাল করে লাগিয়ে নিন। যদি আইশ্যাডোর অভ্যাস না থাকে তাহলে ব্রাশের বদলে আঙুল দিয়ে আইশ্যাডো লাগিয়ে নিন। তারপর পরিষ্কার ব্রাশ বা অন্য আঙুল দিয়ে বাড়তি রংটুকু মুছে ফেলুন।

5 / 6
চোখের নীচের পাতায় স্মোকি মেকআপের জন্য ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন। আর গাঢ় রঙের আইশ্যাডো বেছে নিন। প্রয়োজনে আপনি চোখের নীচের পাতায় সাদা রঙের কাজল ব্যবহার করতে পারেন। এতে চোখটা উজ্জ্বল দেখাবে। আর চোখের নীচের পাতাতেও মাস্কারা লাগাতে ভুলবেন না।

চোখের নীচের পাতায় স্মোকি মেকআপের জন্য ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন। আর গাঢ় রঙের আইশ্যাডো বেছে নিন। প্রয়োজনে আপনি চোখের নীচের পাতায় সাদা রঙের কাজল ব্যবহার করতে পারেন। এতে চোখটা উজ্জ্বল দেখাবে। আর চোখের নীচের পাতাতেও মাস্কারা লাগাতে ভুলবেন না।

6 / 6
Follow Us: