FIFA World Cup 2022: মেসিকে কাঁধে নিয়ে সেলিব্রেশনে সামিল বন্ধু অ্যাগুয়েরো

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়েই ইতিহাস লিখল লা আলবিসেলেস্তেরা। ১৯৮৬-এর পর বিশ্বকাপ এল মারাদোনার দেশে। জয় নিশ্চিত করে আনন্দে মাতলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। দলের জয়ে সামিল হলেন প্রাক্তন আর্জেন্টাইন স্ট্রাইকার ও মেসির পরম বন্ধু সের্গিও অ্যাগুয়েরো।

| Edited By: | Updated on: Dec 19, 2022 | 4:19 PM
 ৩৬ বছর পর বিশ্বকাপের স্বাদ পেল আর্জেন্টিনা। বহু প্রতিক্ষিত সোনালি ট্রফি পেয়ে এত বছরের জমানো আনন্দের বহিঃপ্রকাশ। জয়ের পর আবেগে ভাসছে আকাশি-সাদা বাহিনী। ছবি: টুইটার

৩৬ বছর পর বিশ্বকাপের স্বাদ পেল আর্জেন্টিনা। বহু প্রতিক্ষিত সোনালি ট্রফি পেয়ে এত বছরের জমানো আনন্দের বহিঃপ্রকাশ। জয়ের পর আবেগে ভাসছে আকাশি-সাদা বাহিনী। ছবি: টুইটার

1 / 6
বহু প্রতিক্ষিত সোনার ট্রফিতে চুম্বন দিয়ে তাকে আরও কাছের করে নিলেন লিও। বিশ্বকাপ হাতে নিয়ে নাচের ভঙ্গিতে এগিয়ে গেলেন সতীর্থদের কাছে। ছবি: টুইটার

বহু প্রতিক্ষিত সোনার ট্রফিতে চুম্বন দিয়ে তাকে আরও কাছের করে নিলেন লিও। বিশ্বকাপ হাতে নিয়ে নাচের ভঙ্গিতে এগিয়ে গেলেন সতীর্থদের কাছে। ছবি: টুইটার

2 / 6
জয়ের পর মাঠের মধ্যেই আনন্দে মাততে দেখা গেল লা আলবিসেলেস্তেদের। এনজো, মার্টিনেজ, দি মারিয়াদের জাপটে ধরে জয়ের আনন্দ ভাগ করে নিলেন মেসি। ছবি: টুইটার

জয়ের পর মাঠের মধ্যেই আনন্দে মাততে দেখা গেল লা আলবিসেলেস্তেদের। এনজো, মার্টিনেজ, দি মারিয়াদের জাপটে ধরে জয়ের আনন্দ ভাগ করে নিলেন মেসি। ছবি: টুইটার

3 / 6
 আর্জেন্টিনার জয়ে সামিল হলেন প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলার সের্গিও অ্যাগুয়েরো। মেসি তাঁর পরম বন্ধু। তাই বন্ধুর সাফল্যে ড্রাম হাতে মাঠে নেমে পড়লেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার সিটি স্ট্রাইকার। ছবি: টুইটার

আর্জেন্টিনার জয়ে সামিল হলেন প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলার সের্গিও অ্যাগুয়েরো। মেসি তাঁর পরম বন্ধু। তাই বন্ধুর সাফল্যে ড্রাম হাতে মাঠে নেমে পড়লেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার সিটি স্ট্রাইকার। ছবি: টুইটার

4 / 6
শারীরিক অসুস্থতার কারণে ফুটবলকে বিদায় জানাতে হয়েছে অ্যাগুয়েরোকে। তবে দলের পাশে সব সময় দেখা যায় তাঁকে। দলের এই সাফল্যেও তাঁর অন্যথা হয়নি। একেবারে ফুর্তির মেজাজে প্রাক্তন সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতলেন সের্গিও অ্যাগুয়েরো। ছবি: টুইটার

শারীরিক অসুস্থতার কারণে ফুটবলকে বিদায় জানাতে হয়েছে অ্যাগুয়েরোকে। তবে দলের পাশে সব সময় দেখা যায় তাঁকে। দলের এই সাফল্যেও তাঁর অন্যথা হয়নি। একেবারে ফুর্তির মেজাজে প্রাক্তন সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতলেন সের্গিও অ্যাগুয়েরো। ছবি: টুইটার

5 / 6
প্রাক্তন সতীর্থ ও বন্ধু লিওকে কাঁধে তুলে নিয়েই জয়ের উচ্ছ্বাসে সামিল হলেন অ্যাগুয়েরো। মেসি আর সের্গিও অ্যাগুয়েরো এ বারের বিশ্বকাপের ফাইনালের আগে একই রুমে থাকছিলেন। ঠিক যেমনটা আগের বিশ্বকাপগুলিতে মেসির সঙ্গে একই রুমে থাকতেন। বন্ধুর বিশ্বজয়ের স্বপ্ন পূরণ হতে, আবেগে ভাসলেন অ্যাগুয়েরোও। ছবি: টুইটার

প্রাক্তন সতীর্থ ও বন্ধু লিওকে কাঁধে তুলে নিয়েই জয়ের উচ্ছ্বাসে সামিল হলেন অ্যাগুয়েরো। মেসি আর সের্গিও অ্যাগুয়েরো এ বারের বিশ্বকাপের ফাইনালের আগে একই রুমে থাকছিলেন। ঠিক যেমনটা আগের বিশ্বকাপগুলিতে মেসির সঙ্গে একই রুমে থাকতেন। বন্ধুর বিশ্বজয়ের স্বপ্ন পূরণ হতে, আবেগে ভাসলেন অ্যাগুয়েরোও। ছবি: টুইটার

6 / 6
Follow Us: