Homemade Face Packs: ত্বক তরুণ আর কোমল রাখতে চান? ট্রাই করুন স্ট্রবেরির ফেসপ্যাক

Skin Care Tips: নিয়মিত স্ট্রবেরির ফেসপ্যাক লাগালে দূর হবে একাধিক ত্বকের সমস্যা। কিন্তু কোন সমস্যার জন্য কীভাবে ব্যবহার করবেন স্ট্রবেরি, তা জেনে নিন...

| Edited By: | Updated on: Mar 18, 2022 | 10:07 AM
স্ট্রবেরিতে রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। আর রয়েছে পলিফেনলিক অ্যাসিড, অ্যান্থোসায়ানিন, ফ্ল্যাভোনয়েডস নামে দুর্দান্ত সব উপকারী উপাদান। এই সব উপাদানগুলো ত্বককে স্বাস্থ্যকর করে তুলতে দারুণ উপযোগী। নিয়মিত স্ট্রবেরির ফেসপ্যাক লাগালে দূর হবে একাধিক ত্বকের সমস্যা।

স্ট্রবেরিতে রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। আর রয়েছে পলিফেনলিক অ্যাসিড, অ্যান্থোসায়ানিন, ফ্ল্যাভোনয়েডস নামে দুর্দান্ত সব উপকারী উপাদান। এই সব উপাদানগুলো ত্বককে স্বাস্থ্যকর করে তুলতে দারুণ উপযোগী। নিয়মিত স্ট্রবেরির ফেসপ্যাক লাগালে দূর হবে একাধিক ত্বকের সমস্যা।

1 / 6
ত্বকে বলিরেখাই বার্ধক্যের প্রথম লক্ষণ। এই সমস্যা প্রতিরোধ করে স্ট্রবেরি। এর জন্য তিন থেকে চারটে স্ট্রবেরি মিক্সিতে দিয়ে রস বের করে নিন। একটি পরিষ্কার কাপড়ে ছেঁকে নিন রস। এই রস মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এই পদ্ধতি অনুসরণ করুন। কিছুদিনের মধ্যেই ফল পেতে শুরু করবেন।

ত্বকে বলিরেখাই বার্ধক্যের প্রথম লক্ষণ। এই সমস্যা প্রতিরোধ করে স্ট্রবেরি। এর জন্য তিন থেকে চারটে স্ট্রবেরি মিক্সিতে দিয়ে রস বের করে নিন। একটি পরিষ্কার কাপড়ে ছেঁকে নিন রস। এই রস মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এই পদ্ধতি অনুসরণ করুন। কিছুদিনের মধ্যেই ফল পেতে শুরু করবেন।

2 / 6
ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে স্ট্রবেরি। স্ট্রবেরি চটকে তার সঙ্গে ক্রিম মিশিয়ে নিন। এটি মাস্ক হিসেবে ব্যবহার করুন। মুখে অন্তত ১০ মিনিট লাগিয়ে রাখুন। এর মাধ্যমে ত্বকের মরা কোষ দ্রুত উঠে যাবে। রোমকূপ পরিচ্ছন্ন হবে এই মাস্কের মাধ্যমেই। ত্বক টানটান থাকবে এই ফেসপ্যাকের মাধ্যমে।

ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে স্ট্রবেরি। স্ট্রবেরি চটকে তার সঙ্গে ক্রিম মিশিয়ে নিন। এটি মাস্ক হিসেবে ব্যবহার করুন। মুখে অন্তত ১০ মিনিট লাগিয়ে রাখুন। এর মাধ্যমে ত্বকের মরা কোষ দ্রুত উঠে যাবে। রোমকূপ পরিচ্ছন্ন হবে এই মাস্কের মাধ্যমেই। ত্বক টানটান থাকবে এই ফেসপ্যাকের মাধ্যমে।

3 / 6
গরমকাল আসছে। এই সময় নিয়মিত টোনারের ব্যবহার আপনার ত্বককে ভাল রাখবে। এতেও আপনাকে সাহায্য করবে স্ট্রবেরি। স্ট্রবেরির রস খুব ভাল টোনারের কাজ করে। এর সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল। তুলো দিয়ে মুখে লাগিয়ে নিন। যে কোনও ধরনের ত্বকের জন্য এই টোনার উপযুক্ত।

গরমকাল আসছে। এই সময় নিয়মিত টোনারের ব্যবহার আপনার ত্বককে ভাল রাখবে। এতেও আপনাকে সাহায্য করবে স্ট্রবেরি। স্ট্রবেরির রস খুব ভাল টোনারের কাজ করে। এর সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল। তুলো দিয়ে মুখে লাগিয়ে নিন। যে কোনও ধরনের ত্বকের জন্য এই টোনার উপযুক্ত।

4 / 6
সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে সুরক্ষা প্রদান করতে সাহায্য করে স্ট্রবেরি। এর পাশাপাশি সানট্যানও দূর করে দেয় স্ট্রবেরির ফেসপ্যাক। স্ট্রবেরিকে ম্যাশ করে তাতে লেবুর রস মিশিয়ে নিন। এটি ত্বকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতেই কাজ দেবে।

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে সুরক্ষা প্রদান করতে সাহায্য করে স্ট্রবেরি। এর পাশাপাশি সানট্যানও দূর করে দেয় স্ট্রবেরির ফেসপ্যাক। স্ট্রবেরিকে ম্যাশ করে তাতে লেবুর রস মিশিয়ে নিন। এটি ত্বকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতেই কাজ দেবে।

5 / 6
শুষ্ক ত্বকের সমস্যাও রয়েছে স্ট্রবেরির কাছে। পাঁচটি স্ট্রবেরির রসের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণে প্রয়োজন মতেো তিন-চার ফোঁটা জল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে এই প্যাক মুখে মাসাজ করুন। ত্বক থাকবে নরম, কোমল এবং মোলায়েম।

শুষ্ক ত্বকের সমস্যাও রয়েছে স্ট্রবেরির কাছে। পাঁচটি স্ট্রবেরির রসের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণে প্রয়োজন মতেো তিন-চার ফোঁটা জল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে এই প্যাক মুখে মাসাজ করুন। ত্বক থাকবে নরম, কোমল এবং মোলায়েম।

6 / 6
Follow Us: