Bangla News » Photo gallery » Arsenal ace Ben White takes fiancee Milly Adams on luxury superyacht during Ibiza holiday
Holiday: ইবিজায় বাগদত্তাকে নিয়ে কেমন ভাবে ছুটি কাটাচ্ছেন আর্সেনালের বেন হোয়াইট? দেখুন ছবিতে
Ben White-Milly Adams: বিশ্বের অন্যতম ব্যয়বহুল ভ্রমণ স্থানের মধ্যে অন্যতম হল স্পেনের ইবিজা দ্বীপ। নীল সমুদ্র, বিলাসবহুল ইয়ট সব কিছু মিলেমিশে ইবিজা দ্বীপ যেন এক স্বপ্নের দুনিয়া। আর সেখানেই বাগদত্তা মিলি অ্যাডামসকে (Milly Adams) নিয়ে ছুটি কাটাচ্ছেন আর্সেনালের তারকা ফুটবলার বেন হোয়াইট (Ben White)।
চলতি বছরের শুরুর দিকে বেন ও মিলির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এরপর ২৯ মে বেন বিয়ের প্রস্তাব দেন মিলিকে। হাঁটুমুড়ে মিলিকে প্রপোজ করেন বেন।
1 / 5
স্পেনের ইবিজা দ্বীপে ক্যামেরাবন্দি হয়েছেন ইংল্যান্ড ও আর্সেনালের তারকা ফুটবলার বেন হোয়াইট ও তাঁর বাগদত্তা মিলি অ্যাডামস।
2 / 5
গত মাসে মিলিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর একসঙ্গে তাঁদের ছুটি উপভোগ করতে দেখা গিয়েছে ইবিজা দ্বীপের এক বিলাসবহুল ইয়টে।
3 / 5
ইবিজা দ্বীপে বেন হোয়াইট ও মিলি অ্যাডামসকে টিউনিং করে কালো রংয়ের পোশাকে দেখা গিয়েছে। বেশ খোশমেজাজে ছুটি উপভোগ করছেন বেন-মিলি, তা তাঁদের ভাইরাল হওয়া ছবিই বলে দেয়।
4 / 5
ইংল্যান্ডের হয়ে বেন হোয়াইটের নেশন্স লিগে এ বার খেলা হয়নি। চোটের কারণে এ বার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হারিয়েছেন বেন।