ATK Mohun Bagan: জোরকদমে ডার্বির শেষমুহূর্তের প্রস্তুতি সেরে নিল এটিকে মোহনবাগান

ডার্বিতে টানা জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর এটিকে মোহনবাগান। শনিবার আইএসএলের মঞ্চে বাঙালির আবেগের ডার্বি। তার আগে জোরকদমে শেষমুহূর্তের প্রস্তুতি সেরে ফেললেন হুয়ান ফেরান্দোর ছেলেরা।

| Edited By: | Updated on: Oct 28, 2022 | 8:23 PM
ডার্বিতে টানা জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর এটিকে মোহনবাগান। শনিবার আইএসএলের মঞ্চে বাঙালির আবেগের ডার্বি। তার আগে জোরকদমে শেষমুহূর্তের প্রস্তুতি সেরে ফেললেন হুয়ান ফেরান্দোর ছেলেরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

ডার্বিতে টানা জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর এটিকে মোহনবাগান। শনিবার আইএসএলের মঞ্চে বাঙালির আবেগের ডার্বি। তার আগে জোরকদমে শেষমুহূর্তের প্রস্তুতি সেরে ফেললেন হুয়ান ফেরান্দোর ছেলেরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

1 / 5
ফেরান্দোর কোচিংয়ে শেষ দুটো বড় ম্যাচেই জিতেছে এটিকে মোহনবাগান।‌ ডার্বির আগে শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫-২ গোলে জিতে চনমনে সবুজ মেরুন শিবির।(ছবি:রাহুল সাধুখাঁ)

ফেরান্দোর কোচিংয়ে শেষ দুটো বড় ম্যাচেই জিতেছে এটিকে মোহনবাগান।‌ ডার্বির আগে শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫-২ গোলে জিতে চনমনে সবুজ মেরুন শিবির।(ছবি:রাহুল সাধুখাঁ)

2 / 5
শুধু ডার্বি বলেই নয়, মোহনবাগান কোচের লক্ষ্য তিন পয়েন্ট। ম্যাচের ২৪ ঘণ্টা আগে তিনি বলে দিলেন, "সামনে প্রতিপক্ষ যেই থাকুক, ম্যাচটা আমাদের জিততে হবে।" (ছবি:রাহুল সাধুখাঁ)

শুধু ডার্বি বলেই নয়, মোহনবাগান কোচের লক্ষ্য তিন পয়েন্ট। ম্যাচের ২৪ ঘণ্টা আগে তিনি বলে দিলেন, "সামনে প্রতিপক্ষ যেই থাকুক, ম্যাচটা আমাদের জিততে হবে।" (ছবি:রাহুল সাধুখাঁ)

3 / 5
মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালও তৈরি শনিবারের ডার্বি জিততে। মাঠে দেখে নেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছে তাঁর গলায়।(ছবি:রাহুল সাধুখাঁ)

মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালও তৈরি শনিবারের ডার্বি জিততে। মাঠে দেখে নেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছে তাঁর গলায়।(ছবি:রাহুল সাধুখাঁ)

4 / 5
গ্যালারি ভর্তি যুবভারতীতে ফের একটা ডার্বি জিততে মুখিয়ে এটিকে মোহনবাগান। সমর্থকদের আবেগের পাশাপাশি তিন পয়েন্টটাও যে জরুরি।(ছবি:রাহুল সাধুখাঁ)

গ্যালারি ভর্তি যুবভারতীতে ফের একটা ডার্বি জিততে মুখিয়ে এটিকে মোহনবাগান। সমর্থকদের আবেগের পাশাপাশি তিন পয়েন্টটাও যে জরুরি।(ছবি:রাহুল সাধুখাঁ)

5 / 5
Follow Us: