টানা ছয়টি ডার্বিতে জয়। তার মধ্যে চারটি আইএসএলের মঞ্চে। বর্তমানে ফুটবল মাঠে বাঙালির চিরন্তন লড়াই মানেই যেন সবুজ মেরুনের জয় এবং পড়শি ক্লাবের পরাজয়ের গ্লানিতে ডুবে যাওয়া। গত কয়েকবছর ধরে এই ধারা চলে আসছে। শনিবার যুবভারতীতে আরও একটি বড় ম্যাচ। আইএসএলে ২০২২-২৩ সংস্করণে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান।(ছবি:রাহুল সাধুখাঁ)
এটিকে মোহনবাগানের জয়রথ কি এবারও ছুটবে? বাঙালির আবেগের ডার্বিতে বাজিমাত করে যাবে সবুজ মেরুন জার্সিধারীরা? উত্তর মিলবে আজই। (ছবি:রাহুল সাধুখাঁ)
আইএসএলের অন্যতম সফল দল এটিকে মোহনবাগান। সেদিক থেকে ফুটবলের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দুটি মরসুম খেললেও সাফল্য অধরা ইস্টবেঙ্গলের। (ছবি:রাহুল সাধুখাঁ)
তবে ডার্বির লড়াই সবসময় আলাদা। এখানে কোনও দলকে এগিয়ে রাখা যায় না। তাই এই স্পেশাল ম্যাচে বিপক্ষের দোষগুণ সবকিছুই মাথায় রেখে এগোতে হচ্ছে হুয়ান ফেরান্দোর টিমকে।(ছবি:রাহুল সাধুখাঁ)
ডার্বির ঠিক আগে এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে ফেরার কথা ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবারের ডার্বি ম্যাচে যুবভারতীতে উপস্থিত থাকবেন। বাংলার আইকনের উপস্থিতিতে ম্যাচ জিতে দেরীতে হলেও দীপাবলির সেলিব্রেশনে মেতে ওঠার অপেক্ষায় সবুজ মেরুন। (ছবি:রাহুল সাধুখাঁ)