Champions League: পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে আতলেতিকো মাদ্রিদ

পর্তুগালের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে পোর্তোকে (Porto) ৩-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করল আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)। 'গ্রুপ-বি'-তে শীর্ষে থেকে লিভারপুল (Liverpool) আগেই নক আউটে পৌঁছে গিয়েছিল। দ্বিতীয় স্থানে থেকে শেষ-১৬-তে যাওয়ার জন্য লড়াই ছিল তিনটি দলের মধ্যে (এসি মিলান, পোর্তো এবং আতলেতিকো মাদ্রিদ)। পোর্তো বনাম আতলেতিকো মাদ্রিদ ম্যাচে তিন ফুটবলার লাল কার্ড দেখেন। ৬৭ মিনিটে পোর্তোর ওটাভিওকে মাঠে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মাদ্রিদের ইয়ানিক কারাস্কো (Yannick Carrasco)। এর পর ৭০ মিনিটে ম্যাথিয়াস কুনিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন পোর্তোর ওয়েন্ডেল (Wendell)। মাত্র ৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় লাল কার্ড দেখে পোর্তো। ৭৫ মিনিটে লাল কার্ড দেখেন পোর্তোর অগাস্টিন মার্চেসিন (Agustin Marchesin)। টানটান ম্যাচে জিতে শেষমেশ শেষ-১৬ নিশ্চিত হল আতলেতিকো মাদ্রিদের।

| Edited By: | Updated on: Dec 08, 2021 | 2:50 PM
ম্যাচের ৫৬ মিনিটে আতলেতিকোকে এগিয়ে দেন আতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)।

ম্যাচের ৫৬ মিনিটে আতলেতিকোকে এগিয়ে দেন আতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)।

1 / 4
ম্যাচের ৯০ মিনিটে গ্রিজম্যানের পাস থেকে অ্যাঞ্জেল কোরেয়া (Angel Correa) দলকে ২-০ তে পৌঁছে দেন।

ম্যাচের ৯০ মিনিটে গ্রিজম্যানের পাস থেকে অ্যাঞ্জেল কোরেয়া (Angel Correa) দলকে ২-০ তে পৌঁছে দেন।

2 / 4
ইনজুরি টাইমে মাদ্রিদের হয়ে তৃতীয় গোলটি করেন রড্রিগো ডি পল (Rodrigo de Paul)।

ইনজুরি টাইমে মাদ্রিদের হয়ে তৃতীয় গোলটি করেন রড্রিগো ডি পল (Rodrigo de Paul)।

3 / 4
৯০+৬ মিনিটে পেনাল্টি থেকে পোর্তের হয়ে একখানা গোল শোধ করেন সার্জিও অলিভিয়েরা (Sergio Oliveira)।

৯০+৬ মিনিটে পেনাল্টি থেকে পোর্তের হয়ে একখানা গোল শোধ করেন সার্জিও অলিভিয়েরা (Sergio Oliveira)।

4 / 4
Follow Us: