Cashew Face Mask: শীতকালে ব্রণ আর কালো ছোপের সমস্যায় নাজেহাল? পার্লারে নয়, বাড়িতেই ‘ডায়মন্ড ফেসিয়াল’ করুন এই উপাদান দিয়ে

Pimples and Dark Spots: শীতকালে দূষণ ও আবহাওয়ার কারণে ত্বকের উপর দারুণ প্রভাব তৈরি হয়। কালো ছোপ, ব্রণ, শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া এই ঋতুর অন্য়তম সাধারণ সমস্যা। তবে এই সমস্যাকেও দূর করা যায় এক নিমেষের মধ্যেই।

| Edited By: | Updated on: Dec 17, 2022 | 3:02 PM
শীতকাল মানেই তাজা ও রকমারি সবজি ও ফলের সম্ভার। ঠান্ডা আবহাওয়ায় স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে অনেকেই ড্রাই ফ্লুটস খেতে পছন্দ করেন। তার মধ্যে সুস্বাদু কাজুবাদাম তো রয়েছেই। শিশু থেকে বুড়ো, সকলেরই কাজুবাদাম দারুণ পছন্দের।

শীতকাল মানেই তাজা ও রকমারি সবজি ও ফলের সম্ভার। ঠান্ডা আবহাওয়ায় স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে অনেকেই ড্রাই ফ্লুটস খেতে পছন্দ করেন। তার মধ্যে সুস্বাদু কাজুবাদাম তো রয়েছেই। শিশু থেকে বুড়ো, সকলেরই কাজুবাদাম দারুণ পছন্দের।

1 / 9
শুধু স্বাস্থ্যকর খাবার হিসেবে নয়, ত্বকের যত্নের জন্যও কাজুবাদাম দারুণ কার্য়করী, তা অনেকেই জানেন না। এই বাদামের গুণে ত্বক থাকে সুস্থ, ঝকঝকে পরিষ্কার ও উজ্জ্বল। তাই কাজুবাদামের ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের যে কোনও সমস্যাকে চিরতরে বিদায় জানাতে পারেন।

শুধু স্বাস্থ্যকর খাবার হিসেবে নয়, ত্বকের যত্নের জন্যও কাজুবাদাম দারুণ কার্য়করী, তা অনেকেই জানেন না। এই বাদামের গুণে ত্বক থাকে সুস্থ, ঝকঝকে পরিষ্কার ও উজ্জ্বল। তাই কাজুবাদামের ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের যে কোনও সমস্যাকে চিরতরে বিদায় জানাতে পারেন।

2 / 9
কাজুবাদামের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এতে রয়েছে তামা, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। পাশাপাশি এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন কে, আয়রন, পটাসিয়াম ও থায়ামিন। তাই খাওয়ার পাশাপাশি ত্বকের ব্যবহার করলেও প্রচুর উপকার পেতে পারেন।

কাজুবাদামের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এতে রয়েছে তামা, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। পাশাপাশি এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন কে, আয়রন, পটাসিয়াম ও থায়ামিন। তাই খাওয়ার পাশাপাশি ত্বকের ব্যবহার করলেও প্রচুর উপকার পেতে পারেন।

3 / 9
কাজুর ফেসপ্যাক তৈরির পদ্ধতি এবং এর কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া ভাল। কীভাবে কাজুবাদামের ফেসমাস্ক তৈরি করবেন, তা জেনে নিন এখানে...

কাজুর ফেসপ্যাক তৈরির পদ্ধতি এবং এর কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া ভাল। কীভাবে কাজুবাদামের ফেসমাস্ক তৈরি করবেন, তা জেনে নিন এখানে...

4 / 9
ব্রণ ও কালো ছোপ দূর করতে, কাজুবাদামের ফেসপ্যাক বানাতে একটি পাত্রে ১০-১২টি কাজুবাদাম ভিজিয়ে রাখুন। ১ ঘণ্টা পর সেই কাজুতে সামান্য দুধ মিশিয়ে ফুড প্রসেসরে পেস্ট করে নিন। এবার এই পেস্টের মধ্যে ১ চা চামচ বেসন বা চালের গুঁড়ো যোগ করে নিন। এবার একসঙ্গে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন।

ব্রণ ও কালো ছোপ দূর করতে, কাজুবাদামের ফেসপ্যাক বানাতে একটি পাত্রে ১০-১২টি কাজুবাদাম ভিজিয়ে রাখুন। ১ ঘণ্টা পর সেই কাজুতে সামান্য দুধ মিশিয়ে ফুড প্রসেসরে পেস্ট করে নিন। এবার এই পেস্টের মধ্যে ১ চা চামচ বেসন বা চালের গুঁড়ো যোগ করে নিন। এবার একসঙ্গে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন।

5 / 9
কীভাবে এই ফেস মাস্ক ব্যবহার করবেন? এই ফেসপ্যাক ত্বকে প্রয়োগ করার আগে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর কাজুবাদামের প্যাকটি গোটা মুখে ও ঘাড়ে ব্যবহার করুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন।  প্রতি সপ্তাহে ২-৩বার এই প্যাক ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন।

কীভাবে এই ফেস মাস্ক ব্যবহার করবেন? এই ফেসপ্যাক ত্বকে প্রয়োগ করার আগে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর কাজুবাদামের প্যাকটি গোটা মুখে ও ঘাড়ে ব্যবহার করুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। প্রতি সপ্তাহে ২-৩বার এই প্যাক ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন।

6 / 9
 উপকারিতা: সপ্তাহে ২-৩বার এই ফেসপ্যাক ব্যবহার করলে মুখের মধ্যে ব্রণ ও কালো দাগ কমতে শুরু করে। একই সময়ে বলিরেখা ও ফাইন লাইনস দূর করতে কাজুবাদামের পেস্ট ব্যবহার করতে পারেন।

উপকারিতা: সপ্তাহে ২-৩বার এই ফেসপ্যাক ব্যবহার করলে মুখের মধ্যে ব্রণ ও কালো দাগ কমতে শুরু করে। একই সময়ে বলিরেখা ও ফাইন লাইনস দূর করতে কাজুবাদামের পেস্ট ব্যবহার করতে পারেন।

7 / 9
শুধু তাই নয়, এই ফেসপ্যাক অনেকটা ডায়মন্ড ফেসিয়ালের মত ফল দেয়। তাই পার্লারে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। ট্যান ও রোদে পোড়ার দাগ থেকে মুক্তি পেতেও সাহায্য করে।

শুধু তাই নয়, এই ফেসপ্যাক অনেকটা ডায়মন্ড ফেসিয়ালের মত ফল দেয়। তাই পার্লারে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। ট্যান ও রোদে পোড়ার দাগ থেকে মুক্তি পেতেও সাহায্য করে।

8 / 9
কাজুবাদামের ফেসপ্যাক ময়শ্চারাইজিং উপাদানে সমৃদ্ধ। অন্যদিকে, শুষ্কতা দূর করে শীতকালে ত্বককে নরম ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

কাজুবাদামের ফেসপ্যাক ময়শ্চারাইজিং উপাদানে সমৃদ্ধ। অন্যদিকে, শুষ্কতা দূর করে শীতকালে ত্বককে নরম ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

9 / 9
Follow Us:
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে