Blood Donation: রক্তদান করলে বাঁচবে আরও তিনটি প্রাণ আর সুস্থ থাকবে আপনার শরীর!
রক্তদান করলে একাধিক সুবিধা পাওয়া যায়। আমেরিকান রেড ক্রসের মতে, একটি রক্তদান তিনটির মতো জীবন বাঁচাতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশে প্রতি দুই সেকেন্ডে রক্তের প্রয়োজন হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায়, রক্তদানের ফলে বহু মানুষের জীবন বাঁচতে পারে। তাই রক্তদান করুন।
Most Read Stories