ভিটামিন ই ক্যাপসুলের (Vitamin E Capsules) ক্ষমতা কিন্তু অনেক। চুলের ফলিকলের খেয়াল রাখা থেকে শুরু করে কোলাজেন উৎপাদন, সবেতেই সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। চাইলে এটি আপনি খেতেও পারেন।
অনেকসময় বিভিন্ন কাজ করতে গিয়ে নোখ ভেঙে যায়। নোখের মধ্যে হলদে ভাব আসে। এগুলি দূর করার জন্য নোখে ভিটামিন ই ক্যাপসুল লাগান। ফলাফল পাবেন।
শোয়ার সময় নাইট ক্রিম ব্যবহার করেন তো? নাইট ক্রিমের মধ্যে মিশিয়ে নিন কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল। এটি ত্বককে চকচকে ও তৈলাক্ত রাখে।
চুলের ঘনত্ব বাড়াতে কিন্তু এই ক্যাপসুল দারুণ কাজ করে। তেলের সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাখুন। কয়েক ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। খুব দ্রুত ফলাফল পাবেন।
ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন আটকাতে এই ক্যাপসুল দুর্দান্ত কাজ করে। ভিটামিন ই-তে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্য রয়েছে। যা বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের কুঁচকে যাওয়াকে রোধ করে।
রোদের কারণে অনেকসময়ই ত্বকে কালো ছোপ দেখা দেয়। এই সানবার্ন রোধ করতে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আশীর্বাদের মতো কাজ করে।