Gymnastics: জাতীয় গেমসে জিমন্যাস্টিকে সোনা-রুপো বাংলার

দীর্ঘ সাত বছর হচ্ছে জাতীয় গেমস। ৩৬ তম সংস্করণ হচ্ছে গুজরাতের ছ'টি ভেনুতে। এ দিন মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল রাউন্ড ইভেন্টে সোনা-রুপো বাংলার অ্যাথলিটের। সোনা জিতলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি দাস। বাংলার আর এক জিমন্যাস্ট প্রণতি নায়েকের ঝুলিতে রুপো। জিমন্যাস্টিকে জোড়া পদকে উচ্ছ্বসিত বাংলা শিবির।

| Edited By: | Updated on: Oct 01, 2022 | 10:01 PM
দীর্ঘ সাত বছর হচ্ছে জাতীয় গেমস। ৩৬ তম সংস্করণ হচ্ছে গুজরাতের ছ'টি ভেনুতে।  (ছবি : সাই মিডিয়া)

দীর্ঘ সাত বছর হচ্ছে জাতীয় গেমস। ৩৬ তম সংস্করণ হচ্ছে গুজরাতের ছ'টি ভেনুতে। (ছবি : সাই মিডিয়া)

1 / 5
এ দিন মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল রাউন্ড ইভেন্টে সোনা-রুপো বাংলার অ্যাথলিটের। (ছবি : টুইটার)

এ দিন মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল রাউন্ড ইভেন্টে সোনা-রুপো বাংলার অ্যাথলিটের। (ছবি : টুইটার)

2 / 5
সোনা জিতলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি দাস। বাংলার আর এক জিমন্যাস্ট প্রণতি নায়েকের ঝুলিতে রুপো। (ছবি : ফেসবুক)

সোনা জিতলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি দাস। বাংলার আর এক জিমন্যাস্ট প্রণতি নায়েকের ঝুলিতে রুপো। (ছবি : ফেসবুক)

3 / 5
জিমন্যাস্টিকে জোড়া পদকে উচ্ছ্বসিত বাংলা শিবির। প্রণতি দাস ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। (ছবি : টুইটার)

জিমন্যাস্টিকে জোড়া পদকে উচ্ছ্বসিত বাংলা শিবির। প্রণতি দাস ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। (ছবি : টুইটার)

4 / 5
টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন প্রণতি নায়েক। সেখানে অবশ্য ফাইনালে উঠতে পারেননি। কিছুটা হতাশা কাটলো জাতীয় গেমসে পদক জিতে। (ছবি : ফেসবুক)

টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন প্রণতি নায়েক। সেখানে অবশ্য ফাইনালে উঠতে পারেননি। কিছুটা হতাশা কাটলো জাতীয় গেমসে পদক জিতে। (ছবি : ফেসবুক)

5 / 5
Follow Us: