Bigg Boss 15: টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল বিগবসের নতুন সিজনের সেটের ছবি!

মাস খানেক আগেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে টেলিকাস্ট হওয়ার আগেই নতুন সিজনের সেটের ছবি ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। কেমন ভাবে সাজানো হয়েছে বিগবস ১৫-র সেট? দেখে নিন...

1/6
আগামী ২ অক্টোবর টিভিতে বিগবসের নতুন সিজন নিয়ে আসছেন সলমন খান। সেখানে কাদের প্রতিযোগী হিসেবে দেখা যাবে তা নিয়েও উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই সামনে এসেছে বেশ কিছু নাম। মাস খানেক আগেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে টেলিকাস্ট হওয়ার আগেই নতুন সিজনের সেটের ছবি ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। কেমন ভাবে সাজানো হয়েছে বিগবস ১৫-র সেট? দেখে নিন...
আগামী ২ অক্টোবর টিভিতে বিগবসের নতুন সিজন নিয়ে আসছেন সলমন খান। সেখানে কাদের প্রতিযোগী হিসেবে দেখা যাবে তা নিয়েও উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই সামনে এসেছে বেশ কিছু নাম। মাস খানেক আগেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে টেলিকাস্ট হওয়ার আগেই নতুন সিজনের সেটের ছবি ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। কেমন ভাবে সাজানো হয়েছে বিগবস ১৫-র সেট? দেখে নিন...
2/6
এই সিজনের থিম 'জঙ্গল'। গোটা বাড়িকে সাজানো হয়েছে তা মাথায় রেখেই। রয়েছে ঘাসের ওয়ালপেপার। অন্যবারের থেকে অনেকটাই আলাদা। এই সিজনে বিগবসের ট্যাগ লাইন 'জঙ্গল মে দঙ্গল'।
এই সিজনের থিম 'জঙ্গল'। গোটা বাড়িকে সাজানো হয়েছে তা মাথায় রেখেই। রয়েছে ঘাসের ওয়ালপেপার। অন্যবারের থেকে অনেকটাই আলাদা। এই সিজনে বিগবসের ট্যাগ লাইন 'জঙ্গল মে দঙ্গল'।
3/6
সলমন খান প্রোমোতে জানিয়েছিলেন এই সিজন নাকি অন্যান্য বারের থেকে অনেক বেশি 'ক্রেজি'। এই সিজনে রেখার এক বিশেষ ভূমিকা রয়েছে। এক মায়াবী গাছের ভয়েস ওভার করেছেন তিনি। যদিও সশরীতে তিনি হাজির থাকবেন না বিগবসে।
সলমন খান প্রোমোতে জানিয়েছিলেন এই সিজন নাকি অন্যান্য বারের থেকে অনেক বেশি 'ক্রেজি'। এই সিজনে রেখার এক বিশেষ ভূমিকা রয়েছে। এক মায়াবী গাছের ভয়েস ওভার করেছেন তিনি। যদিও সশরীতে তিনি হাজির থাকবেন না বিগবসে।
4/6
বিগবসের নতুন সিজনে রয়েছে গাড়ি পার্ক করার জায়গাও। টিম লিডার হিসেবে ডাকা হচ্ছে রুবিনা দিলায়েক, গওহর খান ও শ্বেতা তিওয়ারিকে।
বিগবসের নতুন সিজনে রয়েছে গাড়ি পার্ক করার জায়গাও। টিম লিডার হিসেবে ডাকা হচ্ছে রুবিনা দিলায়েক, গওহর খান ও শ্বেতা তিওয়ারিকে।
5/6
থাকছে আরও নানা চমক। বিগবস ওটিটির অনেক প্রতিযোগীকে দেখা যাবে বিগবসের এই নতুন সিজনে। থাকছেন প্রতীক সহজপাল, নিশান্ত ভাট ও শমিতা শেট্টি।
থাকছে আরও নানা চমক। বিগবস ওটিটির অনেক প্রতিযোগীকে দেখা যাবে বিগবসের এই নতুন সিজনে। থাকছেন প্রতীক সহজপাল, নিশান্ত ভাট ও শমিতা শেট্টি।
6/6
দেখা যাবে রাকেশ বাপাটকেও। যদিও রাকেশ জানিয়েছেন তাঁর কিছু ব্যক্তিগত কাজ থাকার জন্য এই মুহূর্তে তিনি ওই শো'য়ে অংশ নেবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নন।
দেখা যাবে রাকেশ বাপাটকেও। যদিও রাকেশ জানিয়েছেন তাঁর কিছু ব্যক্তিগত কাজ থাকার জন্য এই মুহূর্তে তিনি ওই শো'য়ে অংশ নেবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নন।

Click on your DTH Provider to Add TV9 Bangla