Kamala Bhasin: ৭৫-এ পড়লো দাঁড়ি, চির নিদ্রায় ভারতের নারী আন্দোলনের অন্যতম মুখ কমলা ভাসিন

kamala bhasin সমাজকর্মী এই লেখিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সকালবেলা ওপর সমাজকর্মী কবিতা শ্রীবাস্তব টুইট করে কমলার চলে যাওয়ার খবর সকলকে জানিয়েছেন

| Edited By: | Updated on: Sep 25, 2021 | 7:04 PM
হঠাৎ করেই থমকে গেল জীবন। এক নিমেষে শেষ হয়ে গেল যাবতীয় স্বপ্ন। চলে গেলেন ভারতের নারী আন্দোলনের উজ্জ্বল মুখ, বিশিষ্ট কবি ও লেখক কমলা ভাসিন (Kamala Bhasin)। শনিবার ভোররাতে মৃত্যুর কোলো ঢলে পড়েন ৭৫ বছর বয়সী কমলা। দীর্ঘদিন ধরেই মারণ ক্যানসার (cancer) ও ফুসফুসে জল জমার  সমস্যা ভুগছিলেন কমলা। শুক্রবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসাপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে চিকিৎসকরা কমলাকে মৃত বলে ঘোষণা করেন।ছবি-টুইটার

হঠাৎ করেই থমকে গেল জীবন। এক নিমেষে শেষ হয়ে গেল যাবতীয় স্বপ্ন। চলে গেলেন ভারতের নারী আন্দোলনের উজ্জ্বল মুখ, বিশিষ্ট কবি ও লেখক কমলা ভাসিন (Kamala Bhasin)। শনিবার ভোররাতে মৃত্যুর কোলো ঢলে পড়েন ৭৫ বছর বয়সী কমলা। দীর্ঘদিন ধরেই মারণ ক্যানসার (cancer) ও ফুসফুসে জল জমার সমস্যা ভুগছিলেন কমলা। শুক্রবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসাপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে চিকিৎসকরা কমলাকে মৃত বলে ঘোষণা করেন।ছবি-টুইটার

1 / 6
সমাজকর্মী এই লেখিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সকালবেলা ওপর  সমাজকর্মী কবিতা শ্রীবাস্তব টুইট করে কমলার চলে যাওয়ার খবর সকলকে জানিয়েছেন। টুইটে তিনি কমলার মৃত্যুকে দক্ষিণ এশিয় অঞ্চলের নারী আন্দোলনে অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। প্রশান্ত ভূষণ, বীণা সারওয়ারের মতো সমাজকর্মীরাও কমলা ভাসিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।ছবি-টুইটার

সমাজকর্মী এই লেখিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সকালবেলা ওপর সমাজকর্মী কবিতা শ্রীবাস্তব টুইট করে কমলার চলে যাওয়ার খবর সকলকে জানিয়েছেন। টুইটে তিনি কমলার মৃত্যুকে দক্ষিণ এশিয় অঞ্চলের নারী আন্দোলনে অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। প্রশান্ত ভূষণ, বীণা সারওয়ারের মতো সমাজকর্মীরাও কমলা ভাসিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।ছবি-টুইটার

2 / 6
৭৫ বছর বয়সী কমলা অধিকার ও শান্তি রক্ষার ক্ষেত্রে একটি বহুল চর্চিত নাম। শুধু মাত্র দেশেই নয় ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও নারী ক্ষমতায়নে তাঁর অবদান রয়েছে। তিনি পারস্পারিক সম্পর্ককে সহজ করা ও শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিশেষ পারদর্শী ছিলেন।ছবি-টুইটার

৭৫ বছর বয়সী কমলা অধিকার ও শান্তি রক্ষার ক্ষেত্রে একটি বহুল চর্চিত নাম। শুধু মাত্র দেশেই নয় ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও নারী ক্ষমতায়নে তাঁর অবদান রয়েছে। তিনি পারস্পারিক সম্পর্ককে সহজ করা ও শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিশেষ পারদর্শী ছিলেন।ছবি-টুইটার

3 / 6
সত্তরের দশক থেকেই নারী অধিকার নিয়ে কাজ শুরু করেন কমলা ভাসিন। এর পাশাপাশি শিক্ষা, মানবোন্নয়ন, সংবাদ মাধ্যম, নিয়েও তিনি কাজ করেছেন। ২০০২ সালে কমলার উদ্যোগে সঙ্গত নামের একটি মহিলা কেন্দ্রিক সংস্থার জন্ম হয়। আদিবাসী মহিলাদের প্রশিক্ষণের বিষয়েও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কমলা ভাসিনের লেখা বই গুলি কম বেশি ৩০ টি ভাষায় অনুবাদ করা হয়েছে। ছবি-টুইটার

সত্তরের দশক থেকেই নারী অধিকার নিয়ে কাজ শুরু করেন কমলা ভাসিন। এর পাশাপাশি শিক্ষা, মানবোন্নয়ন, সংবাদ মাধ্যম, নিয়েও তিনি কাজ করেছেন। ২০০২ সালে কমলার উদ্যোগে সঙ্গত নামের একটি মহিলা কেন্দ্রিক সংস্থার জন্ম হয়। আদিবাসী মহিলাদের প্রশিক্ষণের বিষয়েও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কমলা ভাসিনের লেখা বই গুলি কম বেশি ৩০ টি ভাষায় অনুবাদ করা হয়েছে। ছবি-টুইটার

4 / 6
ছোটোবেলা থেকে গ্রামে বেড়ে ওঠা খুব সহজাতভাবে প্রান্তিক মহিলাদের সঙ্গে মিশে যেতে পারতেন। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর পাশ করেন কমলা ভাসিন। এর পরে পরবর্তী পড়শুনা শেষ করার জন্য সূদুর জার্মানিতে পাড়ি দেন তিনি। সেখানে মুনস্টার বিশ্ববিদ্যালয় থেকে বাকি পড়াশুনা শেষ করেন।ছবি-টুইটার

ছোটোবেলা থেকে গ্রামে বেড়ে ওঠা খুব সহজাতভাবে প্রান্তিক মহিলাদের সঙ্গে মিশে যেতে পারতেন। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর পাশ করেন কমলা ভাসিন। এর পরে পরবর্তী পড়শুনা শেষ করার জন্য সূদুর জার্মানিতে পাড়ি দেন তিনি। সেখানে মুনস্টার বিশ্ববিদ্যালয় থেকে বাকি পড়াশুনা শেষ করেন।ছবি-টুইটার

5 / 6
রোগাক্রান্ত অবস্থাতেও নারীদের অধিকার নিয়ে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। ক্যানসার আক্রান্ত অবস্থাতেও তিনি বিভিন্ন শান্তি সম্মেলনে অংশগ্রহন করেছেন। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি তিনি অংশগ্রহন করতেন।ছবি-টুইটার

রোগাক্রান্ত অবস্থাতেও নারীদের অধিকার নিয়ে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। ক্যানসার আক্রান্ত অবস্থাতেও তিনি বিভিন্ন শান্তি সম্মেলনে অংশগ্রহন করেছেন। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি তিনি অংশগ্রহন করতেন।ছবি-টুইটার

6 / 6
Follow Us: