Onscreen Kiss: বলিউডের বেশ কয়েকজন তারকা অনস্ক্রিন চুমু খেয়েছেন অফস্ক্রিন প্রমিকাকে

Onscreen Kiss: প্রেম করতেন যখন সিনেমা করছেন, পরবর্তী তাঁরা হয়েছেন গৃহিণী, কিংবা কেটে গিয়েছে সম্পর্ক। তবে তাঁদের অনস্ক্রিন চুমু নিয়ে আজও চলে চর্চা।

| Edited By: | Updated on: Jun 19, 2022 | 3:34 AM
'ব্রক্ষ্মাস্ত্র' ছবির সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে একে অপরকে গভীর চুম্বনরত পাওয়া গিয়েছে রণবীর-আলিয়াকে। এই ছবির সেটেই শুরু হয় তাঁদের  প্রেম।

'ব্রক্ষ্মাস্ত্র' ছবির সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে একে অপরকে গভীর চুম্বনরত পাওয়া গিয়েছে রণবীর-আলিয়াকে। এই ছবির সেটেই শুরু হয় তাঁদের প্রেম।

1 / 6
'রামলীলা' ছবিতে আলাপ রণবীর-দীপিকার। এখান থেকেই শুরু হয় প্রেম। ছবিতে তাঁদের এই চুম্বন দৃশ্য কখনই অভিনয় বলে মনে হয় না।

'রামলীলা' ছবিতে আলাপ রণবীর-দীপিকার। এখান থেকেই শুরু হয় প্রেম। ছবিতে তাঁদের এই চুম্বন দৃশ্য কখনই অভিনয় বলে মনে হয় না।

2 / 6
'শেরশাহ' ছবিতে প্রথমবার কাজ করেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের অনস্ক্রিন এই চুম্বন দৃশ্য থেকে তাঁদের প্রেমের গুঞ্জন।

'শেরশাহ' ছবিতে প্রথমবার কাজ করেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের অনস্ক্রিন এই চুম্বন দৃশ্য থেকে তাঁদের প্রেমের গুঞ্জন।

3 / 6
'অ্যালোন' :ছবির সেটে আলাপ বিপাশা-করণের। অনস্ক্রিন প্রেম বিয়ের মণ্ডপ অবধি যেতে সময় নেয়নি।

'অ্যালোন' :ছবির সেটে আলাপ বিপাশা-করণের। অনস্ক্রিন প্রেম বিয়ের মণ্ডপ অবধি যেতে সময় নেয়নি।

4 / 6
'কুরবান' ছবির এই চুম্বন দৃশ্য বলে দেয় সইফ আলির সঙ্গে করিনার গভীর প্রেম।

'কুরবান' ছবির এই চুম্বন দৃশ্য বলে দেয় সইফ আলির সঙ্গে করিনার গভীর প্রেম।

5 / 6
'ওকে জানু' ছবির সময় একে অপরের সঙ্গে প্রেম করছিলেন শ্রদ্ধা-আদিত্য। তবে সেটা তাঁরা কখনই স্বীকার করেননি। পরে তাঁরা আলাদা হয়ে গেলও সে নিয়ে মুখ খোলেননি কেউ-ই।

'ওকে জানু' ছবির সময় একে অপরের সঙ্গে প্রেম করছিলেন শ্রদ্ধা-আদিত্য। তবে সেটা তাঁরা কখনই স্বীকার করেননি। পরে তাঁরা আলাদা হয়ে গেলও সে নিয়ে মুখ খোলেননি কেউ-ই।

6 / 6
Follow Us: