CFL 2022-23: জুনে শুরু কলকাতা লিগ, খেলবে ইস্টবেঙ্গল
জুনের শেষেই শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার 'এ' ডিভিশনের খেলা। ২৪ জুন থেকে লিগ শুরুর পরিকল্পনা। প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানায় আইএফএ। এ বারে কলকাতা লিগে অংশ নিচ্ছে ইস্টবেঙ্গল। আইএফএ-র বৈঠকে উপস্থিত হয়ে জানিয়ে দিলেন ইস্টবেঙ্গলের প্রতিনিধি। আইএফএ-র বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ডুরান্ড কমিটি, এআইএফএফ ও রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে জানিয়ে দেওয়া হচ্ছে। ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, মোহনবাগানের কোনও প্রতিনিধি এ দিনের সভায় ছিলেন না।
Most Read Stories