Wimbledon 2022: মায়ের স্কোয়াশ ব়্যাকেটে টেনিসে হাতেখড়ি উইম্বলডনের সেমিতে ওঠা নুরির

উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছেন ব্রিটিশ টেনিস প্লেয়ার ক্যামেরন নুরি (Cameron Norrie)। কেরিয়ারে এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের সেমিতে উঠেছেন নুরি। তবে নুরির টেনিসে হাতেখড়ি হয়েছিল তাঁর মায়ের স্কোয়াশ ব়্যাকেট দিয়ে। নুরির বাবা-মা দু'জনই খুব ভালো স্কোয়াশ খেলতেন। তাঁর বাবা ডেভিড তো স্কটল্যান্ডের ইউনিভার্সিটির টপ প্লেয়ারদের মধ্যে একজন ছিলেন। যার ফলে নুরির পুরো বাড়ি জুড়ে ছিল একাধিক স্কোয়াশ ব়্যাকেট। তাতেই টেনিস খেলতে শুরু করেন নুরি।

| Edited By: | Updated on: Jul 08, 2022 | 3:43 PM
চার বছর বয়সে নুরি মা-বাবার সঙ্গে চলে যান নিউজিল্যান্ডে। নুরি জানান, সেখানে তিনি সব ধরণের খেলার সঙ্গে যুক্ত ছিলেন। ক্রিকেট, রাগবি, টেনিসের পাশাপাশি স্কুলের ক্রস কান্ট্রিতেও খেলতেন তিনি। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

চার বছর বয়সে নুরি মা-বাবার সঙ্গে চলে যান নিউজিল্যান্ডে। নুরি জানান, সেখানে তিনি সব ধরণের খেলার সঙ্গে যুক্ত ছিলেন। ক্রিকেট, রাগবি, টেনিসের পাশাপাশি স্কুলের ক্রস কান্ট্রিতেও খেলতেন তিনি। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

1 / 5
নুরির বাবা ডেভিড ও মা হেলেন দু'জনই খুব ভালো স্কোয়াশ খেলতেন। যার ফলে নুরির পুরো বাড়ি জুড়ে, এমনটি তাঁদের বাড়ির গ্যারাজেও ছিল একাধিক স্কোয়াশ ব়্যাকেট। এক সাক্ষাৎকারে নুরি খোদ একথা জানিয়েছিলেন। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

নুরির বাবা ডেভিড ও মা হেলেন দু'জনই খুব ভালো স্কোয়াশ খেলতেন। যার ফলে নুরির পুরো বাড়ি জুড়ে, এমনটি তাঁদের বাড়ির গ্যারাজেও ছিল একাধিক স্কোয়াশ ব়্যাকেট। এক সাক্ষাৎকারে নুরি খোদ একথা জানিয়েছিলেন। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

2 / 5
খুদে নুরির টেনিসে হাতখড়িটাও হয় স্কোয়াশের হাত ধরে। আসলে, তিনি ছেলেবেলায় মায়ের স্কোয়াশ ব়্যাকেট দিয়েই টেনিস খেলা শুরু করেছিলেন। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

খুদে নুরির টেনিসে হাতখড়িটাও হয় স্কোয়াশের হাত ধরে। আসলে, তিনি ছেলেবেলায় মায়ের স্কোয়াশ ব়্যাকেট দিয়েই টেনিস খেলা শুরু করেছিলেন। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

3 / 5
মায়ের স্কোয়াশ ব়্যাকেটে টেনিসে হাতেখড়ি হওয়া সেই নুরিই পৌঁছে গিয়েছেন, এ বারের উইম্বলডনের সেমিফাইনালে। উল্লেখ্য, কেরিয়ারে এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন নুরি। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

মায়ের স্কোয়াশ ব়্যাকেটে টেনিসে হাতেখড়ি হওয়া সেই নুরিই পৌঁছে গিয়েছেন, এ বারের উইম্বলডনের সেমিফাইনালে। উল্লেখ্য, কেরিয়ারে এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন নুরি। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

4 / 5
উইম্বলডনের সেমিফাইনালে ব্রিটিশ টেনিস প্লেয়ার ক্যামেরন নুরির প্রতিপক্ষ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

উইম্বলডনের সেমিফাইনালে ব্রিটিশ টেনিস প্লেয়ার ক্যামেরন নুরির প্রতিপক্ষ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। (ছবি-ক্যামেরন নুরি ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: