Wimbledon 2022: মায়ের স্কোয়াশ ব়্যাকেটে টেনিসে হাতেখড়ি উইম্বলডনের সেমিতে ওঠা নুরির
উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছেন ব্রিটিশ টেনিস প্লেয়ার ক্যামেরন নুরি (Cameron Norrie)। কেরিয়ারে এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের সেমিতে উঠেছেন নুরি। তবে নুরির টেনিসে হাতেখড়ি হয়েছিল তাঁর মায়ের স্কোয়াশ ব়্যাকেট দিয়ে। নুরির বাবা-মা দু'জনই খুব ভালো স্কোয়াশ খেলতেন। তাঁর বাবা ডেভিড তো স্কটল্যান্ডের ইউনিভার্সিটির টপ প্লেয়ারদের মধ্যে একজন ছিলেন। যার ফলে নুরির পুরো বাড়ি জুড়ে ছিল একাধিক স্কোয়াশ ব়্যাকেট। তাতেই টেনিস খেলতে শুরু করেন নুরি।
Most Read Stories